আবারও ম্য়াজিক। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) জাদুতে কার্যত বুঁদ হয়ে রইলেন দেশের ফুটবল সমর্থকরা। কথায় বলে, চল্লিশে নাকি চালশে পড়ে যায়। কিন্তু, এই লোকটা যেভাবে এই বয়সেও ফুটবল মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন, তা দেখে বাংলার এই প্রবাদ মুছে যেতে বসেছে। শনিবাসরীয় ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে 'ভারতীয় ফুটবলের রাজপুত্র' সুনীল ছেত্রী যেভাবে এলেন, দেখলেন এবং জয় করলেন তা এককথায় অনির্বচনীয়।
সম্প্রতি সুনীলের পারফরম্য়ান্স নিয়ে অনেকে অনেক কথাই বলেছিলেন। বিশেষ করে অবসর ভেঙে তিনি যে ভারতীয় ফুটবল দলে (Indian Football Team) আবারও কামব্যাক করেছিলেন, তা নিয়ে অনেকেই করেছিলেন তির্যক মন্তব্য। তার উপর বাংলাদেশের বিরুদ্ধে তিনি একটি সহজ হেডার মিস করেন। অনেকেই বলছেন, বলটায় সুনীল মাথা ঠেকাতে পারলেই নিশ্চিত গোল পেত টিম ইন্ডিয়া। আর সেকারণেই ম্য়াচের শেষে তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু, শনিবার সুনীল প্রমাণ করে দিলেন যে বয়সটা নেহাতই আপেক্ষিক বিষয়। তাঁর মধ্যে এই বয়সেও জেতার যে খিদেটা রয়েছে, তা সত্যিই শিক্ষণীয়।
Sunil Chhetri: আইএসএল নকআউটে ফ্য়াক্টর হবেন সুনীল? ফর্ম নিয়ে প্রশ্ন সমর্থকদের
সুনীলের নজরকাড়া গোল
আইএসএল (ISL) টুর্নামেন্টে মুম্বই সিটি এফসি যে কতখানি ভয়ঙ্কর, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আর সেই মুম্বইকে ৫-০ গোলের মালা পরানো যথেষ্টই কঠিন একটা ব্যাপার। তবে শনিবাসরীয় ম্য়াচে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) সেই কাজটা তুড়ি মেরে সম্পন্ন করল। ম্যাচের ৭৭ মিনিটে বেঙ্গালুরুর হয়ে চতুর্থ গোলটি করলেন সুনীল ছেত্রী।
Sunil Chhetri: গোলের সহজতম সুযোগ মিস, মাথা গরম করে মাঠ ছাড়লেন সুনীল! ড্র ভারতের
আগেই চোখে পড়েছিলেন মুম্বই কাস্টোডিয়ান লালচেনপা গোল লাইনে ছিলেন না। আর সেই সুযোগে সুনীলকে লক্ষ্য করে বলটা বাড়িয়েছিলেন পেরেইরা দিয়াজ। সুনীল বেশ খানিকটা দুর থেকেই শটটা নিয়েছিলেন। এরপর বলটা খানিক ডিপ করে নেমে আসে। আর সেইসঙ্গে জড়িয়ে যায় মুম্বইয়ের জালে। আর এই অনির্বচনীয় গোলের সাক্ষী শুধুমাত্র কান্তিরাভা স্টেডিয়ামই থাকল না। সাক্ষী থাকল গোটা দেশ।
Sunil Chhetri Goals: বাংলাদেশের ত্রাস, কেড়েছেন রাতের ঘুম! পড়শি দেশের বিরুদ্ধে কতগুলো গোল করেছেন সুনীল?
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে সুনীল এখনও পর্যন্ত ২৫ ম্য়াচে মোট ১৩ গোল করেছেন। আর আটটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন নর্থ-ইস্ট ইউনাইটেডের ফরোয়ার্ড আলাদিন আজারাই। আলাদিনের হাতেই যে সোনালি বুটের খেতাব তুলে দেওয়া হবে, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও
আপাতত সেমির লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছেন সুনীল। এফসি গোয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামতে হবে। এই ম্য়াচেও ভারতীয় ফুটবল রাজপুত্রের অবিশ্বাস্য গোল দেখতে পাওয়া যায় কি না, আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন ভারতীয় ফুটবল সমর্থকরা।