ফের একবার বর্ষসেরা ফুটবালর হলেন সুনীল ছেত্রী। রবিবাসরীয় মুম্বইয়ে এআইএফএফ-এর এক্সিকিউটিভ বৈঠকে ভারত অধিনায়ককে বছরের সেরা ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে। মেয়েদের মধ্যে সেরা হয়েছেন কমলা দেবী। ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪-র পর এই নিয়ে পঞ্চমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে সেরা ফুটবলার হলেন সুনীল।
এই বছরটা দুর্দান্ত কেটেছে সুনীলের। দেশের জার্সিতেও যেমন সাফল্য পেয়েছেন, তেমনই বেঙ্গালুরু এফসি-র জার্সিতে জ্বলে উঠেছেন সুনীল। ২০১৯-এ অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের জন্য সুনীলের ভারত কোয়ালিফাই করেছে। বেঙ্গালুরুকে আইএসএল রানার্স করিয়েছেন।
চলতি বছরও দুর্দান্ত ফর্মে আছেন সুনীল। অসাধারণ ফুটবল খেলে দেশকে উপহার দিয়েছেন আন্তঃমহাদেশীয় কাপ। এই টুর্নামেন্টেই নিজের সেঞ্চুরি ম্যাচ খেলেছেন তিনি। বাইচুং ভুটিয়ার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দেশের জার্সিতে শততম ম্যাচ খেলেছেন সুনীল।
আরও পড়ুন: পদকের আশা নেই, সুনীলদের এশিয়াডে পাঠাতে চায় না আইওএ, খরচ দিতে রাজি ফেডারেশন
দেখে নেওয়া যাক ২০১৭-র পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা:
তৃণমূল স্তরে ফুটবল উন্নয়ন কর্মসূচিতে সেরা: কেরালা এফএ
ভারতীয় ফুটবলে দীর্ঘ সময় ধরে অবদানের জন্য পুরস্কৃত হিরো মোটোকর্প
সেরা সহকারি রেফারি: সুমন্ত দত্ত (অসম)
সেরা রেফারি সিআর শ্রীকৃষ্ণ
সেরা উঠতি মহিলা ফুটবলার: ই পানথই
সেরা উঠতি পুরুষ ফুটবলার: অনিরুধ থাপা
বর্ষসেরা পুরুষ ফুটবলার: সুনীল ছেত্রী
বর্ষসেরা মহিলা ফুটবলার: কমলা দেবী