গত রবিবার বেঙ্গালুরুতে ফের হড়কেছে ভারতের ব্যাটিং। জয়ের মঞ্চে দাঁড়িয়েও সেই কুখ্যাত ব্যাটিং ব্যর্থতার জন্য়ই বিরাট কোহলিদের সিরিজ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ ১-১ শেষ হয়েছে।
ম্য়াচে বলার মতো পারফরম্য়ান্স রাখেননি ভারতীয় দলের কোনও সদস্য়ই। কিন্তু মাঠের বাইরে কমেন্ট্রি বক্সে ঝড় তুললেন দেশের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কর। লিটল মাস্টার এদিন ধারাভাষ্য়ের মাঝেই নিয়ে আসলেন বিখ্য়াত রিয়ালিটি শো 'কউন বনেগা ক্রোড়পতি'র (কেবিসি) ফ্লেভার। এমনকী সানি জি নকল করলেন অমিতাভ বচ্চনের বাচনভঙ্গিমাও।
আরও পড়ুন: পন্থকে ফর্মে ফেরাতে ব্যাটিং অর্ডার পরিবর্তনের পরামর্শ লক্ষ্মণের
আরও পড়ুন: বিরাট হার: দলগত ব্যর্থতার মাশুল দিয়ে হারল ভারত
ম্য়াচের ১১ নম্বর ওভারের ঘটনা। ক্রিজে তখন ঋষভ পন্থ ও বিরাট কোহলি। আর ঠিক তখনই টিভি স্ক্রিনে বিসিসিআই.টিভি-র একটি প্রশ্ন ভেসে ওঠে। সেখানে জানতে চাওয়া হয় পন্থ, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ডে ও কেএল রাহুলের মধ্য়ে চার নম্বরে কার ব্য়াট করা উচিত? হর্ষ ভোগলেই এই প্রশ্নটা করেন? আর তখনই লিটল মাস্টার বিগ বি অবতারে ধরা দিয়ে বললেন, "এটা কেবিসি-র প্রশ্ন।" প্রশ্নটা করলেনও অমিতাভের স্টাইলেই। এমনকী বিসিসিআই-ও টুইটারে এই ভিডিও পোস্ট করে গাভাস্করের তারিফ করল।