Sunil Gavaskar on Sanju Samson: ভালো খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ায় এবার ক্রিকেট তারকা সঞ্জু স্যামসনের হয়ে ব্যাট ধরলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর। তিনি বলেছেন সঞ্জুর জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া ঋষভ, 'পন্থ ভালো উইকেটরক্ষক। বাঁহাতি ব্যাটার। কিন্তু, সঞ্জুরও হতাশ হওয়া উচিত না। ওঁর প্রতি অনুরাগীদের যথেষ্ট সহানুভূতি আছে।
গাভাসকরের কথায়, 'সঞ্জুকে কিছুতেই সহজে বাদ দেওয়া যায় না। কারণ, ও সেঞ্চুরি করে আসছে। কঠোর পরিশ্রমী। তাঁকে কোনও অজুহাতেই বাদ দেওয়া সম্ভব না। ওঁকে ঋষভ পন্থের সঙ্গে তুলনা করে বাদ দেওয়া হল। আমরা সবাই জানি যে পন্থ যথেষ্ট ভালো ক্রিকেটার। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাছাড়া পন্থ বাঁহাতি ব্যাটার, ভালো উইকেটরক্ষক। কিন্তু, তাই বলে ও সঞ্জুর চেয়ে ভালো ব্যাটসম্যান না।'
গাভাসকর বলেন, 'পন্থ হয়তো একটু বেশিই খেলা ঘুরিয়ে দিতে পারেন। আর, সেই কারণ দেখিয়েই সঞ্জুকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু, সঞ্জুরও হতাশ হওয়া উচিত না। ও যা করেছে, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ওঁর প্রতি সহানুভূতিশীল।' সঞ্জু সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 সিরিজে 2টি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। ডারবানে ১০৭ এবং জোহানেসবার্গে অপরাজিত ১০৯। যা আপামর ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জুর অভিষেক হয়। তারপর থেকে ১৬ ম্যাচে ওয়ানডে কেরিয়ারে তিনি দুর্দান্ত খেলেছেন। ৯৯.৬০ স্ট্রাইক-রেটে ৫১০ রান করেছেন। যার মধ্যে আছে ১টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি। তাঁর আগের ওয়ানডে ম্যাচে, ডিসেম্বরে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি সেঞ্চুরি করেছেন। এই পরিস্থিতিতে তাঁকে বাদ দেওয়ায় তাই সঞ্জুর হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার পরবর্তী নেতা কে, ভালোই জানেন রোহিত! চাঞ্চল্যকর মন্তব্য রায়নার
তুলনায় অন্যান্য ফরম্যাটে পন্থের সাফল্য বেশ ভালো হলেও ওয়ানডেতে রেকর্ড মাঝারি। ৩১ ম্যাচে গড় ৩৩.৫০। তবে গাভাসকর সঞ্জুর হয়ে সুর চড়ালেও সুরেশ রায়না কিন্তু, পন্থেরই পক্ষে। রায়না বলেছেন, 'পন্থ উইকেট কিপিংয়ে অনেক উন্নতি করেছে। তবে, ৫০ ওভারের খেলায় ওঁকে আরও দায়িত্বশীল হতে হবে। ও যদি ৪০-৫০ বলও ধরে খেলে, তাহলেই ম্যাচ বের করে নিতে পারবে। ওঁকে ক্রিজে আরও বেশি সময় থাকতে হবে।'