Advertisment

ভারত নিয়ে 'কুকথা'! হাসি, অস্ট্রেলিয়াকে তেড়েফুঁড়ে আক্রমণ গাভাসকারের

আইপিএল বন্ধের পরেই অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলের একাংশ দাবি তোলে ভারত থেকে টি২০ বিশ্বকাপের আয়োজন যেন সরিয়ে নেওয়া হয়। তার-ই পাল্টা দিলেন স্বয়ং গাভাসকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এবং সংবাদমাধ্যমকে এবার তুলোধোনা করলেন সুনীল গাভাসকার। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পরেই অস্ট্রেলীয় ক্রিকেটারদের একাংশ দাবি করেছিল, অতিমারীর কারণে ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজন করা মোটেই সুরক্ষিত নয়। সেই তালিকায় ছিলেন মাইকেল হাসি, প্যাট কামিন্স থেকে মাইকেল ক্লার্কও।

Advertisment

তাঁরই পাল্টা দিতে এবার অবতীর্ণ হলেন সুনীল গাভাসকার। সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। তারপরে সুস্থ হয়ে দেশে ফিরে গিয়েই বলে দিয়েছেন, ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজন করা রীতিমত কঠিন হতে চলেছে। কেকেআর তারকা প্যাট কামিন্সও টি২০ বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি করেছেন।

আরো পড়ুন: KKR-এ ফের নেতা হচ্ছেন কার্তিক! IPL-এর ভাগ্য নির্ধারণের দিনেই বড় খবর নাইট শিবিরে

তবে গাভাসকার বিসিসিআইয়ের হয়ে ব্যাট ধরতে নেমে বলে দিলেন, ভারত যখন করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ায় গিয়েছিল, তখন তো কোনো ভারতীয় ক্রিকেটার সফর স্থগিত রাখার কথা বলেনি! "ভারত যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিল, তখন সক্রিয় কেস থাকা সত্ত্বেও খেলা হয়েছে। আক্রান্তের সংখ্যা কয়েকশো হোক বা হাজার- তখন তো কোনো অস্ট্রেলীয় লোভনীয় ভারত সিরিজ বন্ধ রাখার কথা বলেনি। কোনো অনুশোচনাও হয়নি ওদের। সেই সময় আক্রান্তের তালিকায় মেলবোর্ন থাকা সত্ত্বেও তো অস্ট্রেলিয়া ওপেনের মত টুর্নামেন্টও হল!" স্পোর্টসস্টারে নিজের লেখা কলামে এভাবেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন লিটল মাস্টার।

ঘটনাচক্রে, শনিবারই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে আমিরশাহিতে বাকি আইপিএল আয়োজন করা হবে। টি২০ বিশ্বকাপ আয়োজনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসির কাছেও সময় চেয়ে নিয়েছে বিসিসিআই।

এমন অবস্থাতেই গাভাসকার বলে দিয়েছেন, "যাঁরা ভারতের কাছ থেকে ওয়ার্ল্ড কাপের আয়োজন ছিনিয়ে নিতে চাইছেন তাঁরা একটু সহানুভূতিশীল আচরণ করুক, এটাই এই মুহূর্তে চাওয়া হচ্ছে। যদি অগাস্টের মধ্যে পরিস্থিতি উন্নতি না হয়, তা হলে তো ব্যাক আপ ভেন্যু হিসাবে আমিরশাহি রয়েইছে। তবে এখুনি বন্দুক উচিয়ে ধরা বন্ধ হোক। আমিরশাহি অতীতেও দেখিয়েছে বড় টুর্নামেন্ট আয়োজন করতে ওঁরা সক্ষম।"

মাইকেল হাসি ভারতীয় বোর্ডের রক্তচাপ বাড়িয়ে বলে দিয়েছিলেন, গোটা বিশ্বের ক্রিকেট বোর্ডই ভারতে ক্রিকেটার পাঠাতে নার্ভাস বোধ করবে। তবে হাসির এই মন্তব্যেরই পাল্টা দিয়েছেন কিংবদন্তি, "ওদের কাছে এমন মন্তব্য একদমই অপ্রত্যাশিত নয়। বছরের শুরুতেই ওরা দেখে নিয়েছে ভারতের স্ট্যান্ড বাই-রাও ঘুঁষি ছুড়ে দিতে পারে। নিজেদের দেশের ক্ষেত্রে যতটা ওঁরা সহানুভূতিশীল, সেটা ওরা ভারতের ক্ষেত্রে দেখাক না। অস্ট্রেলিয়ায় পা রাখার পরেই মিস্টার ক্রিকেটের মনে পড়েছে, ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়! হ্যাঁ, এটা সত্যি, ভারত চূড়ান্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে অনেক বেশি মানুষকে টিকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা শহরই ভাইরাসকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করে চলেছে। এখনো তো বিশ্বকাপের কয়েক মাস বাকি রয়েছে! এত্ত তাড়াহুড়ো কীসের?"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia IPL Sunil Gavaskar
Advertisment