Advertisment

ধোনিকে জোরালো 'আক্রমণ' গাভাসকারের, আরও বিতর্কে মাহি

ধোনি যে ওয়ানডে থেকে অবসর নিয়ে নিতে পারেন, তার ইঙ্গিত দেওয়ার সঙ্গেই শাস্ত্রী জানিয়েছেন, আইপিএলকেই ধোনি আপাতত পাখির চোখ করে এগোচ্ছেন। সেখানে ভাল খেললে বিশ্বকাপে ফেরার সম্ভবনা জোরালো হতে পারে তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunil Gavaskar MS Dhoni

ধোনিকে সমালোচনায় বিঁধলেন গভাসকার (টুইটার)

ধোনি মোটেই নিজে খেলতে ইচ্ছুক ছিল না। বিশ্বকাপের পরে।
-কার্যত এমন ভাষাতেই ধোনির ক্রিকেটীয় সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সুনীল গাভাসকার। জানিয়ে দিলেন তাঁর মতামত।

Advertisment

লাল বাহাদুর শাস্ত্রী স্মারক বক্তৃতায় এসে ধোনি প্রসঙ্গ উঠতেই অকপট গাভাসকার। সাফ জানিয়ে দিয়েছেন, "ফিটনেস হল এমন একটা বিষয় যা নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। এই বিষয় নিয়ে ধোনিকে প্রশ্ন করা উচিত। ১০ জুলাই থেকে ধোনি নিজেকে খেলার জন্য প্রস্তুত করেনি।"

ধোনির অবসর নিয়ে জল্পনা বিশ্বকাপের পর থেকে। ইংল্যান্ডে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়ের পরে ধোনি জাতীয় দলের জার্সিতে আর খেলেননি। মাঝে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে এসেছেন কাশ্মীরে।

আরও পড়ুন রক্তাক্ত জেএনইউ, ছাত্রসমাজকে কড়া বার্তা দিলেন গাভাসকার

ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে আসার পরে দেশের মাটিতেই খেলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের পরেই অস্ট্রেলিয়া সিরিজ। তারপরে নিউজিল্যান্ড সফর শেষে আইপিএল। ধোনি ফের কবে জাতীয় দলের জার্সিতে খেলবেন, তা জানেন না কেউই। বিভিন্ন ক্রিকেটার, বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিয়ে চলেছেন।

এর মধ্যেই শাস্ত্রী জানিয়েছিলেন, "আমার সঙ্গে ধোনির কথা হয়েছে। আলোচনার বিষয়বস্তু প্রকাশ্য়ে বলতে চাইনা। তবে টেস্ট কেরিয়ারকে বিদায় জানিয়েছে আগেই। কিছুদিনের মধ্যে হয়তো ওয়ানডে থেকে ক্রিকেট থেকেও সরে দাঁড়াবে ও। হাতে থাকবে কেবল টি২০! ধোনি কোনওভাবেই জাতীয় দলে বাধা হয়ে দাঁড়াতে চায় না। তবে আইপিএলে ভাল খেললে, কে বলতে পারে!"

আরও পড়ুন ধাক্কা এবার মুম্বইয়ে! চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে ইতি রোহিতদের

ধোনি যে ওয়ানডে থেকে অবসর নিয়ে নিতে পারেন, তার ইঙ্গিত দেওয়ার সঙ্গেই শাস্ত্রী জানিয়েছেন, আইপিএলকেই ধোনি আপাতত পাখির চোখ করে এগোচ্ছেন। সেখানে ভাল খেললে বিশ্বকাপে ফেরার সম্ভবনা জোরালো হতে পারে তাঁর।

তবে গাভাসকার শাস্ত্রীর যুক্তি মানছেন না। প্রশ্ন তুলছেন, "ধোনির ফিটনেস একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ জাতীয় দল থেকে নিজেকে এতদিন বাইরে রাখতে পারে? এটাই প্রশ্ন এবং এখানেই উত্তর লুকিয়ে রয়েছে।"

Read the full article in ENGLISH

MS DHONI BCCI
Advertisment