Advertisment

কোহলির মুখে সৌরভ বন্দনায় ফোঁস করলেন গাভাস্কর, ঝড় উঠল ভারতীয় ক্রিকেটে

শেষ ২৪ ঘণ্টায় সুনীল গাভাস্করের মন্তব্য় নিয়ে চাঞ্চল্য় ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। বিরাট কোহলির মুখে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের স্তুতি শুনেই গায়ে ফোস্কা পড়েছে দেশের কিংবদন্তি ব্য়াটসম্য়ানের। লিটল মাস্টার ঘুরিয়ে একহাত নিলেন কোহলিকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunil Gavaskar Tears Virat Kohli Apart

কোহলির মুখে সৌরভ বন্দনায় ফোঁস করলেন গাভাস্কর, ঝড় উঠল ভারতীয় ক্রিকেট (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

শেষ ২৪ ঘণ্টায় সুনীল গাভাস্করের মন্তব্য় নিয়ে চাঞ্চল্য় ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। বিরাট কোহলির মুখে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের স্তুতি শুনেই গায়ে ফোস্কা পড়েছে দেশের কিংবদন্তি ব্য়াটসম্য়ানের। লিটল মাস্টার ঘুরিয়ে একহাত নিলেন কোহলিকেই।

Advertisment

আরও পড়ুন-হর্ষ ভোগলেকে খোঁচা দিয়ে বিপাকে মঞ্জরেকর

এবার আসা যাক ঠিক কী নিয়ে এই আলোড়ন! রবিবার কলকাতায় বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। ভারতে অনুষ্ঠিত প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট জিতেই পদ্মাপারের দেশকে পর্যুদস্তু করে কোহলি অ্যান্ড কোং।

আরও পড়ুন-ভিডিও দেখুন: স্যান্টনার যখন ‘সুপারম্য়ান’, অবিশ্বাস্য় ক্য়াচে তাজ্জব বাইশ গজ

ইডেন গার্ডেন্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় সৌরভের পাশেই দাঁড়িয়ে ছিলেন কোহলি। টিম ইন্ডিয়ার ধারাবাহিক জয়ের প্রসঙ্গে ক্য়াপ্টেন বলেছিলেন যে, তিনি পূর্বসুরী অর্থাৎ সৌরভের দেখানো পথ ধরেই টিমকে চালনা করছেন। কোহলি জানান, "আমরা এখন প্রত্য়ুত্তর দিতে শিখেছি। আর এটা দাদার টিম থেকেই শুরু হয়েছিল। আমরা সেই ধারাটাই এগিয়ে নিয়ে যাচ্ছি।"

আরও পড়ুন-ওয়েল ডান প্রেসিডেন্ট’, গোলাপি টেস্টের পর শাস্ত্রীর টুইট সৌরভকে

আর এই কথা শুনেই গাভাস্কর নিজের মাথা ঠিক রাখতে পারেননি। লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, "নিঃসন্দেহে ভারতের দুরন্ত জয় পেয়েছে। কিন্তু একটা কথা বলতে চাই। ভারত অধিনায়ক বলেছেন যে, ২০০০ সালে দাদার দল থেকে এটা শুরু হয়েছে। দাদা এখন বিসিসিআই প্রেসিডেন্ট। তাই কোহলি ওর সম্বন্ধে ভাল ভাল কথাই বলতে চেয়েছিল। ভারত কিন্তু সাত এবং আটের দশকেও বিদেশের মাটিতে জিতেছে। ১৯৮৬ সালেও অ্যাওয়ে ম্য়াচ জিতেছে ভারত। সিরিজ ড্র করেছে এবং হেরেওছে। বাকি দলগুলো যেরকম করছে। অনেকেই ভাবে যে, ২০০০ সাল থেকেই ক্রিকেট শুরু হয়েছে। সেটা ঠিক না।"

Sourav Ganguly Virat Kohli
Advertisment