Advertisment

Sunil Gavaskar on Rohit Sharma's captaincy: রোহিতকে বাদ দিয়ে ক্যাপ্টেন হোক এই সুপারস্টার! অস্ট্রেলিয়া সফরের আগেই ঝাঁঝালো বাণী সানির

Sunil Gavaskar on Border Gavaskar Trophy: ঘরের মাঠে লজ্জাজনক হোয়াইটওয়াশের নজির গড়েছে টিম ইন্ডিয়া। তারপরেই ক্যাপ্টেন রোহিত শর্মার দক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sunil Gavaskar on Rohit Sharma

Sunil Gavaskar on Rohit Sharma: নেতা রোহিতকে নিয়ে তোপ গাভাসকারের (টুইটার)

Sunil Gavaskar on Border Gavaskar Trophy: আসন্ন বর্ডার গাভাসকার সিরিজের প্ৰথম টেস্টে না-ও থাকতে পারেন রোহিত শর্মা। এমন সম্ভবনা তৈরি হতেই সুনীল গাভাসকার চাঁচাছোলা ভাষায় বলে দিলেন কোনও কারণে রোহিত খেলতে না পারলে যেন জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়। সেই সঙ্গে তাঁর সংযোজন, রোহিত প্ৰথম টেস্টের পরে দলে যোগ দিলে যেন একজন প্লেয়ার হিসাবেই স্কোয়াডে রাখা হয়।

Advertisment

স্পোর্টস টক-এ সুনীল গাভাসকার বলেছেন, "একজন ক্যাপ্টেন হিসাবে সবসময় প্ৰথম টেস্ট খেলা উচিত। চোট থাকলে সেটা অন্য বিষয়। ওঁকে প্ৰথম টেস্টে পাওয়া যাবে না। যদি কোনও কারণে ক্যাপ্টেনকে পাওয়া না যায়, তাহলে ডেপুটি নেতাকে ভয়ঙ্কর চাপের মধ্যে পড়তে হয়।"

"আমি সংবাদমাধ্যমে দেখেছি, রোহিত শর্মা হয়ত প্ৰথম দুই টেস্ট ম্যাচে না-ও খেলতে পারেন। সেক্ষেত্রে নির্বাচক কমিটির উচিত হবে জসপ্রীত বুমরাকে গোটা অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধিনায়ক নির্বাচন করা। এবং রোহিত শর্মাকে বলা হোক, স্রেফ একজন প্লেয়ার হিসাবে সিরিজে যেন অংশগ্রহণ করে। প্ৰথম টেস্টে রোহিতকে থাকতেই হবে।"

নভেম্বর ২২-এ পারথে প্ৰথম টেস্ট। সেই টেস্টে সম্ভবত থাকবেন না রোহিত, ব্যক্তিগত কারণে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ হোয়াইটওয়াশ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রোহিতকে আসন্ন সম্ভাব্য অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। ক্যাপ্টেনের জবাব ছিল, "পারথের জন্য এখনও নিশ্চিত নই। তবে আমি সবকিছুর বিষয়ে আশাবাদী।"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে বর্ডার গাভাসকার ট্রফির পাঁচ টেস্টের চারটিতেই জিততে হবে। গাভাসকার এমন সমীকরণের সামনে কোনওভাবেই টিম ইন্ডিয়াকে ফাইনালে দেখতে পাচ্ছেন না।

"আমি কোনও সম্ভবনাই দেখছি না। টেস্ট সিরিজে ভারতের পক্ষে অস্ট্রেলিয়াকে ৪-০ হারানো সম্ভব নয়। ওঁরা যদি এটা করতে পারে আমি সত্যিসত্যি চাঁদে পৌঁছে যাব আনন্দের আতিশয্যে। ৩-১ জয় তা-ও সম্ভব। তবে ৪-০... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে কথা বলা বন্ধ হোক।"

"আপাতত অস্ট্রেলিয়ায় সিরিজ জেতায় ফোকাস করুক ভারত। ১-০, ২-০, ৩-০, ৩-১ , ২-১.. সিরিজের ব্যবধান নিয়ে কথা বলা বন্ধ হোক। কারণ সিরিজ জয়েই ভারতীয় সমর্থকরা আবার আগের অনুভূতি ফিরে পাবে।" বলেছেন গাভাসকার।

বিরাট-রোহিতের সময় কি ফুরিয়ে আসছে? গাভাসকারের জবাব, "সকলের জন্যই সময় ঘনিয়ে আসছে। ওঁরা মধ্য তিরিশে পৌঁছে গিয়েছে, তাই কুড়ি-তিরিশের কোঠার ক্রিকেটারদের থেকে ওঁদের কাছে এই বিষয় আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সকলেই জন্যই ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। এই কারণেই আমি বলি, যত খেলার মধ্যে থাকবে, ততই আধুনিক ক্রিকেটের চাহিদা মেটাতে সমর্থ হবে।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Rohit Sharma Sunil Gavaskar Indian Cricket Team Jasprit Bumrah
Advertisment