বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের চলতি ওয়ান-ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। এদিন ম্যাচ শুরুর আগে রাহুল দ্রাবিড়ের হাতে অনন্য সম্মান তুলে দেন সুনীল গাভাস্কর। লিটল মাস্টারের কাছ থেকে সরকারি ভাবে দ্য ওয়াল পেলেন আইসিসি-র হল অফ ফেম ক্যাপ। দ্রাবিড়কে এই পুরস্কার তুলে দেওয়ার সময় গাভাস্কর বলেন, “রাহুল তোমাকে শুভেচ্ছা। তুমি এই পুরস্কারের যোগ্য ব্যক্তি। তুমি ভারতীয় ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে ন্যয়পরায়ণতার সঙ্গে খেলেছে। তুমি অসাধারণ কাজ করেছ। ভবিষ্য়তেও করতে থাক।”
গত জুলাই মাসে দ্রাবিড় আইসিসি-র হল অফ ফেমে এসেছিলেন। বিষেণ সিং বেদী, কপিল দেব, সুনীল গাভাস্কর ও অনিল কুম্বলের পর পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই অনন্য সম্মান পেয়েছেন দ্রাবিড়। তাঁর সঙ্গেই প্রাক্তন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং ও ইংল্যান্ডের ব্যাটিং মায়েস্ত্রো ক্লেয়ার টেলরও এবার এসেছেন আইসিসি-র হল অফ ফেমে।
আরও পড়ুন: আইসিসি-র হল অফ ফেমে এলেন রাহুল দ্রাবিড়
আজও কপিবুক ক্রিকেটের আইকন হিসেবেই পরিচত দ্রাবিড়কে। দেশের প্রাক্তন ক্যাপ্টেন এই মুহূর্তে ভবিষ্য়তের ভারতীয় দল তৈরির কাছে হাত দিয়েছেন। ‘এ’ দলের দায়িত্বে তিনি। টেস্টে জ্যামির ঝুলিতে রয়েছে ১৩, ২৮৮ রান। দেশের জার্সিতে ১৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে রয়েছেন দ্রাবিড়। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসের পরেই তাঁর স্থান। ওয়ান-ডে ক্রিকেটও চুটিয়ে খেলেছেন দ্রাবিড়। ৩৪৪ ম্যাচে ১০,৮৮৯ রান রয়েছে তাঁর।