Sunil Narine: বাকি ৩টি! তারপরই আইপিএলে ছক্কার সেঞ্চুরি কেকেআর তারকা সুনীলের, ২ উইকেট নিলেই ছোঁবেন ২০০-র মাইলফলক

Sunil Narine is on the brink of history in IPL: সুনীল নারিন ৩ ছক্কা দূরে ১০০-তে, ২ উইকেট দূরে ২০০-তে, KKR-এর হয়ে আইপিএলে নতুন মাইলফলকের সামনে তারকা ক্রিকেটার!

Sunil Narine is on the brink of history in IPL: সুনীল নারিন ৩ ছক্কা দূরে ১০০-তে, ২ উইকেট দূরে ২০০-তে, KKR-এর হয়ে আইপিএলে নতুন মাইলফলকের সামনে তারকা ক্রিকেটার!

author-image
IE Bangla Sports Desk
New Update
Team KKR: কেকেআর টিম

Team KKR: কেকেআর টিম। (ছবি- আইপিএল)

Sunil Narine Eyes Major IPL Milestones: 3 Sixes Away from 100, 2 Wickets Away from 200 for KKR: কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা অলরাউন্ডার সুনীল নারিন আইপিএলে নিজের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। 

Advertisment

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নারিন ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। এই ডানহাতি অফ-স্পিনার, আইপিএল টুর্নামেন্টের অন্যতম সেরা ইকোনমিক্যাল বোলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

মাইলফলকের দোরগোড়ায় নারিন!

* মাত্র ৩টি ছক্কা মারলেই আইপিএলে ১০০ ছক্কা পূর্ণ হবে নারিনের।
* আর ২টি উইকেট পেলেই KKR-এর হয়ে ২০০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়বেন এই তারকা অলরাউন্ডার।

Advertisment

নারিনের আইপিএল পরিসংখ্যান (২০২৫-এর আগে):

  • ম্যাচ: ১৫০-এর বেশি
  • উইকেট: ১৯৮টি
  • ছক্কা: ৯৭টি
  • অর্থনৈতিক হার: ৬.৭৫
  • সর্বোচ্চ স্কোর: ৭৫ (১৭ বলে)

নারিনের IPL 2025 যাত্রা কেমন হবে?

সুনীল নারিন KKR-এর অন্যতম বড় সম্পদ। তাঁর স্পিনের জাদু ও বিধ্বংসী ব্যাটিং বহুবার ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। এই মরশুমেও তিনি তাঁর বিধ্বংসী পারফরম্যান্স ধরে রাখতে চান। 

২০১২ সালে KKR-এর শিরোপা জয়ের মরশুমে 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন নারিন। তিনি একবার ট্রায়াল ম্যাচে ১০টি উইকেট নেন। তারপরই, ক্রিকেটবিশ্বের নজরে পড়েন। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান। তবে, আঞ্চলিক ক্রিকেটে খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান নারিন। নারিন শুধুমাত্র IPL-এই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য পরিচিত। 

আন্তর্জাতিক ক্রিকেটে নারিনের দুর্দান্ত রেকর্ড:

ওয়ানডে (ODI): ৬৫ ম্যাচে ৯২ উইকেট, ইকোনমি রেট ৪.১৩।
টি-২০ আন্তর্জাতিক (T20I): ৪৮ ম্যাচে ৫০ উইকেট, গড়: ২০.৬৮।

আরও পড়ুন- আইপিএল মহারণ! KKR ও RCB-এর হয়ে কারা মাতাবে ইডেন, দেখুন সম্ভাব্য একাদশ, ম্যাচ বিশ্লেষণ!

অলরাউন্ডার হিসেবে তাঁর সাফল্যের রহস্যও ফাঁস করেছেন এই তারকা ক্রিকেটার। ব্যাটিং ওপেন করা প্রসঙ্গে তিনি বলেছেন,  'ক্রিকেট অনেক বদলেছে। তাই প্রত্যেককেই খেলায় পরিবর্তন আনতেই হবে। এই কারণেই আমাকে ব্যাট ও বল দুটোই করতে হয়। আমি মনে করি, এটি মূলত আত্মবিশ্বাসের ব্যাপার। মাঠে আমি যা করতে পারি, তা সঠিকভাবে কাজে লাগানোটাই বড় বিষয়।'

Kolkata Knight Riders KKR Indian Premier League (IPL) IPL cricket