আইপিএলে তুখোড় ফর্মে থাকলেও আসন্ন টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে জায়গা হচ্ছে না সুনীল নারিনের। এমনই জানিয়ে দিলেন কায়রণ পোলার্ড। গত সোমবার আরসিবির বিরুদ্ধে আইপিএলের প্ৰথম এলিমিনেটরে সুনীল নারিনের বিধ্বংসী পারফরম্যান্সে কার্যত গুঁড়িয়ে গিয়েছে কোহলিদের যাবতীয় প্রতিরোধ।
আইপিএলে আমিরশাহি পর্বে আট ম্যাচে নারিনের শিকার ১১। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও নারিন তিন উইকেট দখল করেছিলেন সিএসকের বিরুদ্ধে। যদিও সেই ম্যাচে কেকেআর হেরে বসেছিল।
আরও পড়ুন: ওঁকে আর শ্রদ্ধা করি না! কিংবদন্তি এমব্রোজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গেইল
আইপিএলে কেকেআর দলের অপরিহার্য অংশ হলেও নারিন জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেন ২০১৯-এর অগাস্টে। ফিটনেসের কারণে বিশ্বকাপ গামী জাতীয় দলের স্কোয়াডেও জায়গা দেওয়া হয়নি নারিনকে।
এদিকে জাতীয় দলের স্কোয়াডে পরিবর্তন আনার শেষদিন শুক্রবার। তবে পোলার্ড কার্যত সাফ জানিয়ে দিলেন নারিনকে বিশ্বকাপের স্কোয়াডে কোনওভাবেই জায়গা দেওয়া হবে না। তা কেকেআরের জার্সিতে একের পর এক ম্যাচে যতই তিনি অতিমানবীয় পারফরম্যান্স মেলে ধরুন। ইএসপিএন ক্রিকইনফো-কে পোলার্ড জানিয়েছেন, "এই মুহূর্তে জাতীয় দলের হয়ে যে পনেরজন রয়েছে, তাঁদের নিয়েই আমাদের ভাবতে হবে। ওদের নিয়ে কীভাবে খেতাব ধরে রাখব আমরা, সেই ভাবনাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন: রাসেল নিয়ে KKR-এ বিরাট আপডেট! দিল্লি দখলে নাইট একাদশে কী কী চমক, জানুন
এরপরেই নারিনকে নিয়ে পোলার্ড বলে দিয়েছেন, "নারিন কেন জাতীয় দলে নেই, এই বিষয়ে নতুন করে আমাদের বলার কিছু নেই। এর আগে একাধিকজন এই বিষয়ে জানিয়েছেন। সবথেকে বড় কথা, জাতীয় দলের সতীর্থ হওয়ার আগে নারিন কিন্ত আমার ব্যক্তিগত বন্ধুও বটে। আমরা একসঙ্গেই ক্রিকেট খেলতে খেলতে বড় হয়েছি। ও একজন বিশ্বপর্যায়ের তারকা।"
নারিন নয়, বরং কেকেআরের অন্য ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলকে জাতীয় দলে পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের স্কোয়াডে নারিনের মতই ব্রাত্য রাসেল। তবে আইপিএলে খেলার মাঝেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তারকা। ২৬ সেপ্টেম্বর থেকে কেকেআরের জার্সিতে আর খেলেননি।
পোলার্ড জানাচ্ছেন, "রাসেল কী করতে পারে বা না পারে সেই বিষয়ে মতামত প্রকাশ করার আগে আমরা দল হিসেবে নিজেদের মূল্যায়ন করতে চাই। সাম্প্রতিককালে জাতীয় দলের হয়ে ওঁকে দেখার খুব বেশি সুযোগ হয়নি আমাদের। তাই ওঁকে নিয়ে আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। রাসেল এমনিতে দলের অপরিহার্য অংশ। ওঁকে ১০০ শতাংশ পেতে আমরা চাই। তবে এই মুহূর্তে আমাদের হাতে যা রয়েছে, সেই সব বিষয় নিয়েই পরিকল্পনা কষতে হবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন