IPL 2025: আইপিএলের নম্বর ২! সানরাইজার্স হায়দরাবাদের সূচি, কবে কোথায় খেলবে নিজামের শহরের দল?

Check out the complete schedule of Sunrisers Hyderabad for IPL 2025, including match dates, timings, venues, and full squad details. আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের সম্পূর্ণ সূচি দেখে নিন- ম্যাচের তারিখ, সময়সূচি, ভেন্যু এবং স্কোয়াডের বিবরণ, জানুন বিস্তারিত।

Check out the complete schedule of Sunrisers Hyderabad for IPL 2025, including match dates, timings, venues, and full squad details. আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের সম্পূর্ণ সূচি দেখে নিন- ম্যাচের তারিখ, সময়সূচি, ভেন্যু এবং স্কোয়াডের বিবরণ, জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sunrisers Hyderabad: সানরাইজার্স হায়দরাবাদ দলের সদস্য মহম্মদ শামি

Sunrisers Hyderabad: সানরাইজার্স হায়দরাবাদ দলের সদস্য মহম্মদ শামি। (ছবি- সানরাইজার্স হায়দরাবাদ)

Sunrisers Hyderabad's Complete Schedule for IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ২০২৫-এ তাদের অভিযান শুরু করবে ২৩ মার্চ (রবিবার)। রাজস্থানের বিরুদ্ধে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ। দলের নেতৃত্বে রয়েছেন প্যাট কামিন্স। তিনি গত মরশুমে এসআরএইচকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। এবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন।

Advertisment

গত মরশুমে সানরাইজার্সের আগ্রাসী ব্যাটিং দর্শকদের মুগ্ধ করেছিল। তিনবার তারা ২৫০-এর বেশি রান করেছিল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দুইটি দলগত স্কোর সানরাইজার্সের নামে। 

সানরাইজার্স হায়দ্রাবাদের পূর্ণ সূচি (আইপিএল ২০২৫):

Advertisment
ম্যাচ নংতারিখদিনসময়প্রতিপক্ষভেন্যু
২৩ মার্চরবিবারবিকেল ৩:৩০ রাজস্থান রয়্যালসরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
২৭ মার্চবৃহস্পতিবারসন্ধ্যা ৭:৩০ লখনউ সুপার জায়ান্টসরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
৩০ মার্চরবিবারবিকেল ৩:৩০ দিল্লি ক্যাপিটালসড. ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, বিশাখাপত্তনম
৩ এপ্রিলবৃহস্পতিবারসন্ধ্যা ৭:৩০ কলকাতা নাইট রাইডার্সইডেন গার্ডেন্স, কলকাতা
৬ এপ্রিলশনিবারসন্ধ্যা ৭:৩০গুজরাট টাইটান্সরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১২ এপ্রিলশনিবারসন্ধ্যা ৭:৩০পাঞ্জাব কিংসরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১৭ এপ্রিলবৃহস্পতিবারসন্ধ্যা ৭:৩০মুম্বাই ইন্ডিয়ান্সওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
২৩ এপ্রিলবুধবারসন্ধ্যা ৭:৩০ মুম্বাই ইন্ডিয়ান্সরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
২৫ এপ্রিলশুক্রবারসন্ধ্যা ৭:৩০ চেন্নাই সুপার কিংসএম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
১০২ মেশুক্রবারসন্ধ্যা ৭:৩০ গুজরাট টাইটান্সনরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
১১৫ মেসোমবারসন্ধ্যা ৭:৩০ দিল্লি ক্যাপিটালসরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১২১০ মেশনিবারসন্ধ্যা ৭:৩০ কলকাতা নাইট রাইডার্সরাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১৩১৩ মেমঙ্গলবারসন্ধ্যা ৭:৩০ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুএম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
১৪১৮ মেরবিবারসন্ধ্যা ৭:৩০ লখনউ সুপার জায়ান্টসভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ

সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড (আইপিএল ২০২৫):

প্যাট কামিন্স (অধিনায়ক), অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, অথর্বা তাইডে, অভিনব মনোহর, সিমারজিত সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকাট।

আরও পড়ুন- আইপিএলের নম্বর ২! সানরাইজার্স হায়দরাবাদের সূচি, কবে কোথায় খেলবে নিজামের শহরের দল?

সানরাইজার্স একটি সাহসী দল। অধিনায়ক কামিন্স অত্যন্ত ঠান্ডামাথার মানুষ। তিনি সতীর্থদের ওপর খুব একটা রাগ দেখান না। সতীর্থদের ওপর চিৎকার করেন না। প্রতিপক্ষ ব্যাটসম্যান বা আম্পায়ারের সঙ্গে তর্কে যান না। এমনকী দলের মিটিংও দীর্ঘক্ষণ ধরে হয় না। আর, যা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তই প্রয়োগ করা হয়। গতবার সানরাইজার্স প্রথম থেকেই সম্পূর্ণ আগ্রাসী কৌশলে খেলার পরিকল্পনা করেছিল। এবার তারা কীভাবে এগোবে, সেটাই এখন দেখার।

cricket Sunrisers Hyderabad IPL Cricket News Indian Premier League (IPL)