/indian-express-bangla/media/media_files/2025/03/18/VNaGaC1YqBK7SEOTiHoW.jpg)
Sunrisers Hyderabad: সানরাইজার্স হায়দরাবাদ দলের সদস্য মহম্মদ শামি। (ছবি- সানরাইজার্স হায়দরাবাদ)
Sunrisers Hyderabad's Complete Schedule for IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ২০২৫-এ তাদের অভিযান শুরু করবে ২৩ মার্চ (রবিবার)। রাজস্থানের বিরুদ্ধে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ। দলের নেতৃত্বে রয়েছেন প্যাট কামিন্স। তিনি গত মরশুমে এসআরএইচকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। এবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন।
গত মরশুমে সানরাইজার্সের আগ্রাসী ব্যাটিং দর্শকদের মুগ্ধ করেছিল। তিনবার তারা ২৫০-এর বেশি রান করেছিল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দুইটি দলগত স্কোর সানরাইজার্সের নামে।
সানরাইজার্স হায়দ্রাবাদের পূর্ণ সূচি (আইপিএল ২০২৫):
ম্যাচ নং | তারিখ | দিন | সময় | প্রতিপক্ষ | ভেন্যু |
---|---|---|---|---|---|
১ | ২৩ মার্চ | রবিবার | বিকেল ৩:৩০ | রাজস্থান রয়্যালস | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
২ | ২৭ মার্চ | বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
৩ | ৩০ মার্চ | রবিবার | বিকেল ৩:৩০ | দিল্লি ক্যাপিটালস | ড. ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, বিশাখাপত্তনম |
৪ | ৩ এপ্রিল | বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | ইডেন গার্ডেন্স, কলকাতা |
৫ | ৬ এপ্রিল | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | গুজরাট টাইটান্স | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
৬ | ১২ এপ্রিল | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | পাঞ্জাব কিংস | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
৭ | ১৭ এপ্রিল | বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই |
৮ | ২৩ এপ্রিল | বুধবার | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
৯ | ২৫ এপ্রিল | শুক্রবার | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস | এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই |
১০ | ২ মে | শুক্রবার | সন্ধ্যা ৭:৩০ | গুজরাট টাইটান্স | নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ |
১১ | ৫ মে | সোমবার | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
১২ | ১০ মে | শনিবার | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ |
১৩ | ১৩ মে | মঙ্গলবার | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু |
১৪ | ১৮ মে | রবিবার | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ |
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড (আইপিএল ২০২৫):
প্যাট কামিন্স (অধিনায়ক), অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, অথর্বা তাইডে, অভিনব মনোহর, সিমারজিত সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকাট।
আরও পড়ুন- আইপিএলের নম্বর ২! সানরাইজার্স হায়দরাবাদের সূচি, কবে কোথায় খেলবে নিজামের শহরের দল?
সানরাইজার্স একটি সাহসী দল। অধিনায়ক কামিন্স অত্যন্ত ঠান্ডামাথার মানুষ। তিনি সতীর্থদের ওপর খুব একটা রাগ দেখান না। সতীর্থদের ওপর চিৎকার করেন না। প্রতিপক্ষ ব্যাটসম্যান বা আম্পায়ারের সঙ্গে তর্কে যান না। এমনকী দলের মিটিংও দীর্ঘক্ষণ ধরে হয় না। আর, যা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তই প্রয়োগ করা হয়। গতবার সানরাইজার্স প্রথম থেকেই সম্পূর্ণ আগ্রাসী কৌশলে খেলার পরিকল্পনা করেছিল। এবার তারা কীভাবে এগোবে, সেটাই এখন দেখার।