Advertisment

মোদি-শচীনদের বিদ্রুপ টুইট পাঠানের, রিহানার পাশে সন্দীপও

রিহানার বক্তব্য কেন সমালোচিত হচ্ছে, তা নিয়েই এবার প্রশ্ন তুললেন সানরাইজার্স হায়দরাবাদ পেসার সন্দীপ শর্মা। টুইট করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের কৃষক বিদ্রোহ আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার পর চাপ ক্রমশ বাড়ছে মোদি সরকারের উপর। কেন্দ্রীয় সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন রিহানা, মিয়া খলিফা এবং গ্রেটা থুনবার্গের মত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।

Advertisment

এরমধ্যেই রিহানার টুইট ব্যাপক সাড়া ফেলে। ভারতীয়রা রিহানার সমালোচনায় সরবও হন। সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ট্রোলড হতে হয় পপ গায়িকাকে।

রিহানার সমালোচনার পরেই এবার গায়িকার হয়ে ব্যাট ধরলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলা ক্রিকেটার সন্দীপ শর্মা। তিনি লম্বা পোস্ট করে রিহানার প্রতি সমালোচনার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন।

publive-image

আরো পড়ুন: মিয়া খলিফাদের পাত্তাই দিলেন না, মোদির সরাসরি টুইট পিটারসেনকে

রিহানাদের সমালোচনার কৃষকদের বিদ্রোহের প্রেক্ষিতে বিদেশি চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন ভারতের বলিউড এবং ক্রিকেট জগতের একাধিক তারকা। শচীন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, বিরাট কোহলি, প্রজ্ঞান ওঝা থেকে লতা মঙ্গেশকর, করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগণ- কে নেই এই তালিকায়।

মাস্টার ব্লাস্টার গতকালই টুইট করে লেখেন, “ভারতের সাবভৌমত্বের সঙ্গে আপস করা যাবে না। ভারতীয়রা ভারতকে চেনে। আমরাই এক হয়ে সমধান করব। বিদেশী শক্তি দর্শক হতে পারে কিন্তু আমাদের সমস্যার অংশ হতে পারে না। এসো দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি। ইন্ডিয়া টুগেদার!” বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও সাফ জানিয়ে দেন, “বহিরাগত শক্তি ভারতকে খন্ডিত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এই ভারত নতুন ভারত, নিজের অখন্ডতা বজায় রেখে বহিরাগত শক্তিকে পরাস্ত করবে সে।”

তবে শচীনদের পাল্টা দিয়েই এবার সন্দীপ শর্মা পোস্ট করে লেখেন, "অনেকে এমনকি ভারতের বিদেশমন্ত্রক রিহানার বক্তব্যে সমালোচনা করেছেন। বলা হয়েছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।
সেই যুক্তিতে জার্মানির বাইরের কারোর ইহুদি হত্যা নিন্দা করার অধিকার নেই..
সেই হিসাবে পাকিস্তানের বাইরের কারোর পাকিস্তানে শিখ, হিন্দু, আহমেদিয়া, ক্রিশ্চানদের হত্যার নিন্দা করার অধিকার নেই…
সেই হিসাবে চিনের বাইরের কারোর চিনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অধিকার নেই…"

publive-image

সন্দীপ শর্মার ভাষাতেই সরব হয়েছেন ইরফান পাঠানও। তাঁর ইঙ্গিতপূর্ণ টুইট, "জর্জ ফ্লয়েডকে যখন আমেরিকায় নৃশংসভাবে পুলিশ হত্যা করেছিল, তখন কিন্তু আমাদের দেশও কিন্তু সঠিকভাবে নিজেদের দুঃখপ্রকাশ করেছিল।" এরপর হ্যাশট্যাগে 'জাস্ট সেয়িং' লিখেও দেন।

বিদেশ মন্ত্রকের এবং শচীন ব্রিগেডের 'অভ্যন্তরীণ' মন্তব্যের পাল্টাই যে এই টুইট, তা আর বলার অপেক্ষা রাখে না।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farmer Protest
Advertisment