বল বিকৃতি কাণ্ডের জেরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে নির্বাসনে পাঠানো হয়েছিল। নির্বাসন কাটিয়ে জাতীয় দলে আগেই ফিরেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এবার আইপিএলেও নেতা হচ্ছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ বৃহস্পতিবারেই জানিয়ে দিল, কেন উইলিয়ামসন নন। আসন্ন আইপিএলের তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে সানরাইজার্স। সেখানে ওয়ার্নারকে দেখা যাচ্ছে হায়দরাবাদের জার্সি পড়ে থাকতে। দু-মরশুম পরে কেন উইলিয়ামসনের কাছ থেকে নেতৃত্ব ফিরে পাচ্ছেন তিনি।
বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ায় আইপিএলের একাদশ সংস্করণে অংশগ্রহণ করেননি তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ানের অনুপস্থিতিতে কেন উইলিয়ামসনের হাতে নেতৃত্বের দায়িত্ব বর্তেছিল। ওয়ার্নারের পরিবর্তে অধিনায়ক হিসেবে বেশ সফল কিউয়ি সুপারস্টার। ২০১৮ সংস্করণে ফাইনালে তুলেছিলেন দলকে। গত মরশুমে সানরাইজার্স কেন উইলিয়ামসনের ক্যাপ্টেনশিপেই চতুর্থ স্থান অর্জন করে।
২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শেষবার সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়। ২০১৭ সালে হায়দরাবাদকে প্লে অফে তুলেছিলেন ওয়ার্নার। সানরাইজার্সের তরফে পোস্ট করা ভিডিওতে দেখা ওয়ার্নারকে বলতে শোনা যাচ্ছে, “আসন্ন আইপিএলে আমাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বেশ উত্তেজিত আমি। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ফ্র্যাঞ্চাইজিকে। গত বছর দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কেন উইলিয়ামসন ও ভুবনেশ্বর কুমারকেও ধন্যবাদ। দলকে ট্রফি দেওয়ার জন্য নিজের সেরাটা উজার করে দেব।”
????Announcement????#OrangeArmy, our captain for #IPL2020 is @davidwarner31. pic.twitter.com/lV9XAMw6RS
— SunRisers Hyderabad (@SunRisers) February 27, 2020
অধিনায়ক হিসেবে সানরাইজার্সের জার্সিতে কেন উইলিয়ামসনের তুলনায় বেশি সফল অস্ট্রেলীয়। ৪৫টা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ২৬টি ম্যাচেই জয় ছিনিয়ে এনেছেন তিনি। অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসন আবার ২৬টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচে জিতেছেন।
গত মরশুমে কেন উইলিয়ামসন নেতৃত্ব দিলেও চারজন বিদেশির কোটায় জায়গা পাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে। কারণ তিনি ছাড়াও জনি বেয়ারস্টো, মহম্মদ নবি, রশিদ খানের মতো তারকারা ছিলেন। এই মরশুমে ডেভিড ওয়ার্নার ফিরে আসায় কটা ম্য়াচে প্রথম একাদশে উইলিয়ামসনকে রাখা হয়, সেটাও দেখার।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রের, হাওড়া-কালকা মেল এখন থেকে 'নেতাজি এক্সপ্রেস'
বিরাটকে সরিয়ে রাহানেকেই টেস্ট নেতা করা হোক, বিতর্ক উসকে বললেন সুপারস্টার
দীর্ঘদিন 'নিরুদ্দেশ' থাকার পর ফের প্রকাশ্যে চিনা ধনকুবের জ্যাক মা
"দালালি বন্ধ করুন!", কাঁথি থানায় ঢুকে আইসিকে ধমক তৃণমূল নেতার
'গো-মাংস' ইস্যুতে দেবলীনার বিরুদ্ধে বিজেপির FIR, স্বামী তথাগতর হুঁশিয়ারি 'কোর্টে দেখা হবে'
'রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব', শ্রীলেখাকে হুমকি! পালটা দিলেন অভিনেত্রী
মুখ্যমন্ত্রীকে 'অপমান'! সায়নী ঘোষের পুরনো ভিডিও পোস্ট করে মমতাকে 'খোঁচা' তথাগতর
'দলের লোকেরাই ভোটে হারানোর চেষ্টা করছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
স্মিথ, মালিঙ্গাকে ছেড়ে দিল রাজস্থান, মুম্বই! কেকেআর দলেও চমক