/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/cats-9.jpg)
সোশ্যাল মিডিয়ায় সুপারহিট রায়না-ধোনি কন্যার ছবি
চেন্নাই সুপার কিংসের স্টার ব্য়াটসম্যান সুরেশ রায়না তাঁর ও মহেন্দ্র সিং ধোনির কন্যার ছবি পোস্ট করেছেন ট্যুইটারে। ছবিতে দেখা যাচ্ছে গ্রেসিয়া ও জিভা বিছানায় শুয়ে ট্যাবলেটে খেলা দেখছেন। গ্রেসিয়া-জিভাকে শহরের নতুন বেস্ট ফ্রেন্ড ফরএভার (বিএফএফ) বলেই আখ্যা দিয়েছেন রায়না । এরই সঙ্গে বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান লিখেছেন যে, দুই কন্যা বেঙ্গালুরু আর চেন্নাই ম্যাচের হাইলাইট দেখতেই ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো সুপারহিট রায়না-ধোনি কন্যার ছবি।
The new BFF in town!! Gracia and Ziva????????Currently busy looking at last night's match highlights on their tablets???? #DigitalWorld#TwoLittlePrincess#IPL2018pic.twitter.com/hKJjbkO7z6
— Suresh Raina (@ImRaina) April 26, 2018
ধোনি-রায়নার যুগলবন্দি শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও তাঁরা একে অপরের ভাল বন্ধু। একই ভাবে দুই স্ত্রী সাক্ষী ও প্রিয়াঙ্কারও রয়েছে দুর্দান্ত সখ্য। সেই পথেই জিভা-গ্রেসিয়া। অন্যদিকে আবার ধোনিকে দেখা গিয়েছে হেয়ার ড্রায়ার দিয়েই মেয়ের চুল শুকিয়ে দিচ্ছেন। কর্তব্যবান বাবার ভূমিকাতেও মাহি অতুলনীয়। ধোনি ও রায়না দুজনেই কন্যা বলতে অজ্ঞান। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সঙ্গেই ছবি পোস্ট করেন তাঁরা।
আরও পড়ুন, আইপিএল ২০১৮: মাঠে ধোনি-কোহলি, স্ট্যান্ডে কী করলেন সাক্ষী-অনুষ্কা
The fun times of Thala-Chinna Thala! #WhistlePodu ???????? @EquitasBankpic.twitter.com/4paNedMnMh
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2018
Cute touchdown scenes in Bangalore! #WhistlePodu ???????? pic.twitter.com/Hq08XqJ7ff
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2018
Up above the #Thala so high! #WhistlePodupic.twitter.com/asDYU2mH4V
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2018
আইপিএল মানে শুধুই খেলা নয়। খেলার বাইরেও একটা জগত রয়েছে। যেখানে ক্রিকেটারদের ছবি ও মজার ভিডিও নিয়েই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। যেহেতু তাঁরাই অনেকের কাছে আইকন সেহেতু তাঁদের কার্যকলাপও আলাদাভাবেই নজর কাড়ে।
আরও পড়ুন, ধোনিকে নিয়ে কি বললেন জিভা, দেখুন ভিডিওটি