Suryakumar Yadav alleged rift with Ishan Kishan: সূর্যকুমার যাদব ইনজুরির কারণে ২০২৪ দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড মিস করেছেন। কিন্তু, ভারতীয় টি-২০ অধিনায়কের চোখ ছিল ঘরোয়া রেড-বল টুর্নামেন্টের দিকে। যা বৃহস্পতিবার তাঁর টুইট থেকে স্পষ্ট হয়েছে। সেখানে সূর্যকুমার ভারত ডি-এর বিরুদ্ধে ম্যাচে ভারত এ-এর হয়ে অর্ধশতক স্কোরের জন্য তাঁর দুই মুম্বই সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন। অনন্তপুরের পল্লী উন্নয়ন ট্রাস্ট স্টেডিয়ামে এই ম্যাচ হয়েছে। তবে, সূর্যকুমারের বার্তা ভক্তদের একাংশের মনে জল্পনার জন্ম দিয়েছে।
সূর্যকুমার শামস মুলানির পারফরম্যান্সের বিশেষ তারিফ করেছেন। মুলানি দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ১৭৪ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন। তানুশ কোটিয়ান ৮০ বলে ৫৩ রান করেছেন। যা ৬ উইকেটে ১৪৪ থেকে ভারত এ দলকে ৭ উইকেটে ২৩৫ রানে পৌঁছে দিয়েছে। শেষ পর্যন্ত ভারত এ ৮ উইকেটে ২৮৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। মুলানি এখনও অপরাজিত। টুর্নামেন্টে তৃতীয় সেঞ্চুরি করাই এখন তাঁর লক্ষ্য।
Shams mulani and Tanush kotian 👏👌.
— Surya Kumar Yadav (@surya_14kumar) September 12, 2024
So so proud of you both.
Crisis men for Mumbai and now for INDA in the Duleep trophy. Enjoy the journey bhai log ❤️
Visible rift between surya kumar and ishan https://t.co/Ruu7X3uAFM
— dais🌼 (@ishstanxoxo) September 12, 2024
What about Ishan Kishan?? Oh i see he is not from Mumbai. https://t.co/Nkexd1Rhdh
— simran (@_Aashna_30) September 12, 2024
No mention of hundred scored by Ishan who used to be your favourite teammate.. what went wrong between you two ?
— ⩜ (@Aagneyax) September 12, 2024
Bhai tere fellow IPL teammate/ ICT teammate ne century maari hai aaj. Naam yaad na ho toh main bata de ri, Ishan Kishan.
— Isha28💙 (@Psych_Vamp) September 12, 2024
Sir ke liye bas Mumbai lobby exists, bringing this regionalism in cricket is not professional, not ethical!
— dais🌼 (@ishstanxoxo) September 12, 2024
Ishan Kishan Injustice 😭😭😭 pic.twitter.com/b7470wdi79
— Ravi Raj (@ravirajv809) September 12, 2024
এনিয়ে সূর্যকুমার টুইট করেছেন, 'শামস মুলানি এবং তানুশ কোটিয়ান। তোমাদের দু'জনকে নিয়ে গর্বিত। দলীপ ট্রফিতে মুম্বইয়ের জন্য এবং এখন আইএনডিএ-র জন্য ক্রাইসিস ম্যান তোমরা। ভাই লোগ ট্যুর উপভোগ কর।' কিন্তু, সূর্য ভারতীয় তারকা এবং মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ঈশান কিষানকে নিয়ে একটাও শব্দ খরচ করেননি। ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ভারত সি-এর হয়ে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন ঈশান, ওয়েস্ট ইন্ডিজ সফরে। অনুরাগীদের ধারণা, তারপরই সূর্যকুমারের সঙ্গে ঈশানের সম্পর্কে ফাটল ধরেছে।
আরও পড়ুন- সিরিজ জিততেই হাতে নকুলদানার বাটি! স্কটল্যান্ডে গিয়ে অবিশ্বাসে গড়াগড়ি খেল অস্ট্রেলিয়া
গত মাসে বুচি বাবু টুর্নামেন্টের সময় ঈশানের চোট লেগেছে। কিন্তু, বিসিসিআই সেই কুঁচকির চোটের আপডেট দেয়নি। কিন্তু, চোটের জন্য গত সপ্তাহে দলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচে ঈশানকে দেখা যায়নি। কিন্তু, উইকেটরক্ষক-ব্যাটারের নাম দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে রয়েছে। একবছরেরও বেশি সময় পরে এই ফরম্যাটে কিষাণ অত্যন্ত ভালোভাবে ফিরে এসেছেন। কিষাণ ভারত সি-এর হয়ে ১২৬ বলে ১১১ রান করেছেন। ১২টি বাউন্ডারি এবং ৩টি ছয় মেরেছেন। যা বুঝিয়ে দিয়েছে ২৬ বছর বয়সি ঈশান বর্তমানে রীতিমতো ফিট।