/indian-express-bangla/media/media_files/2025/09/29/suryakumar-yadav-18-2025-09-29-12-52-09.jpg)
ভারতীয় সেনাবাহিনীর জন্য় বড় ঘোষণা সূর্যকুমার যাদবের
Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২০২৫ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। টিম ইন্ডিয়া গত রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল (Asia Cup 2025 Final) খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৫ উইকেটে জয়লাভ করে। টিম ইন্ডিয়ার হয়ে নজরকাড়া ব্যাট করলেন তিলক বর্মা। পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত গুঁড়িয়ে দেন। এর পাশাপাশি কুলদীপ যাদবও বল হাতে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালান। ফাইনাল ম্য়াচের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই টুর্নামেন্ট থেকে অর্জিত নিজের যাবতীয় ম্যাচ ফি তিনি ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং পহেলগাঁও জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) নিহতদের পরিবারবর্গকে সাহায্যের জন্য অনুদান করে দেন। ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট করেছেন তিনি।
Rinku Singh: ৪০০-র স্ট্রাইক রেটে ব্যাটিং রিঙ্কুর, এভাবেই জেতালেন টিম ইন্ডিয়াকে
বড় ঘোষণা করলেন সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৫ এশিয়া কাপে অপরাজেয় তকমা অর্জন করেছে। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল মোট ৭ ম্য়াচ খেলেছে। আর প্রত্যেকটা ম্য়াচেই তারা জয়লাভ করেছে। ফাইনাল ম্য়াচে পাকিস্তানকে পরাস্ত করারর পর সূর্যকুমার যাদব একটা বড়সড় ঘোষণা করলেন। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'আমি একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই টুর্নামেন্ট থেকে আমি যা ম্য়াচ ফি পেয়েছি, তার সবটাই ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারবর্গকে সাহায্যের জন্য দিতে চাই। আপনাদের জন্য আমি সবসময়ই চিন্তা করি।' শেষকালে তিনি 'জয় হিন্দ' এবং ভারতীয় পতাকার ইমোজি শেয়ার করেন। সূর্যের এই সিদ্ধান্তের পর গোটা দেশ তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে।
एक ही दिल है सूर्या भाऊ कितनी बार जीतोगे?
— Jaiky Yadav (@JaikyYadav16) September 29, 2025
कल Asia Cup जीतने के बाद Suryakumar Yadav ने अनाउंस किया कि
वह Asia Cup के अपने सभी 7 मैचों की मैच फीस भारतीय सेना को दान करते हैं🔥
pic.twitter.com/gjNWjuQYqG
প্রথম ম্য়াচেও করেছিলেন জয় উৎসর্গ
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ২০২৫ এশিয়া কাপের প্রথম ম্য়াচ গত ১৪ সেপ্টেম্বর খেলতে নেমেছিল। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়। ওই ম্য়াচেও টিম ইন্ডিয়া দুরন্ত জয় হাসিল করে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার যাদব এই জয়টা ইন্ডিয়ান আর্মি এবং পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারবর্গকে উৎসর্গ করেছিলেন। এবার ফাইনাল ম্য়াচের পরও ভারতীয় সেনাবাহিনীর জন্য বড় পদক্ষেপ গ্রহণ করলেন।
ট্রফি ছাড়াই জয় উদযাপন করল ভারতীয় ক্রিকেট দল
২০২৫ এশিয়া কাপ জেতার পরই ভারতীয় ক্রিকেট দল জানিয়ে দেয় যে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি হাত থেকে ট্রফি গ্রহণ করবে না। ২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানকে একেবারেই বয়কট করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ফাইনাল জেতার পর ট্রফি ছাড়াই জয় সেলিব্রেট করে। আর এটাই পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে।