Mohsin Naqvi Asia Cup Trophy: মহসিন নকভিকে 'বেইজ্জত' করল ভারত, ট্রফি নিল না টিম ইন্ডিয়া! চূড়ান্ত নাটকের ঘনঘটা

Mohsin Naqvi Asia Cup 2025: ফাইনাল ম্য়াচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দিতে এসেছিলেন নকভি। কিন্তু, টিম ইন্ডিয়া তাঁকে বেইজ্জত করে ছেড়ে দেয়।

Mohsin Naqvi Asia Cup 2025: ফাইনাল ম্য়াচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দিতে এসেছিলেন নকভি। কিন্তু, টিম ইন্ডিয়া তাঁকে বেইজ্জত করে ছেড়ে দেয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohsin Naqvi

মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার টিম ইন্ডিয়ার

Mohsin Naqvi: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) পাকিস্তানকে (India vs Pakistan) একেবারে নাকানি-চোবানি খাইয়ে হারাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়া এই নিয়ে নবমবার এশিয়া কাপের খেতাব জয় করল। তার থেকেও বড় কথা, গত ৫ বারের মধ্যে তারা চারবারই এই খেতাব জয় করেছে। এবারের এশিয়া কাপে পাকিস্তানকে টানা তৃতীয়বার হারানোর পর মহসিন নকভিকেও চূড়ান্ত 'বেইজ্জত' করল টিম ইন্ডিয়া। ফাইনাল ম্য়াচের পর চূড়ান্ত নাটকের ঘনঘটা দেখা যায়।

Advertisment

IND vs PAK Asia Cup Final: 'মাঠেও এবার অপারেশন সিন্দুর...', জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

ফাইনাল ম্য়াচের পর নাটক

মহসিন নকভির একাধিক পরিচয় আছে। পাকিস্তান সরকারের মন্ত্রী হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদেও রয়েছেন তিনি। এর পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্য়ান পদেও রয়েছেন তিনি। উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকেই আয়োজন করা হয় এই এশিয়া কাপ টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হওয়ার পর নকভি এবং পাকিস্তান ক্রিকেট দল প্রায় ১ ঘণ্টা ধরে চূড়ান্ত নাটক করে। কখনও দলকে একঘণ্টা পর্যন্ত আটকে রাখে, কখনও বা আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে।

Advertisment

ট্রফি নেয়নি টিম ইন্ডিয়া

ফাইনাল ম্য়াচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দিতে এসেছিলেন নকভি। কিন্তু, টিম ইন্ডিয়া তাঁকে বেইজ্জত করে ছেড়ে দেয়। অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তাঁর দল স্পষ্ট জানিয়ে দেয় যে মহসিন নকভির হাত থেকে কিছুতেই তারা ট্রফি নেবে না। কিন্তু, টিম ইন্ডিয়ার এই দাবিকে গুরুত্ব দিতে চাননি মহসিন নকভি। তিনিও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন যে টিম ইন্ডিয়াকে ট্রফি দিলে একমাত্র তিনিই দেবেন। অবশেষে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি নেবেন না বলে জানিয়ে দেন। এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্বের কাছে মহসিন নকভি হাস্যস্পদ চরিত্র হয়ে উঠলেন। কারণ তিনি এসিসি চেয়ারম্য়ান, তাঁর কার্যকালেই এমন বিতর্কিত ঘটনাটি ঘটল।

IND vs PAK Asia Cup Final: ফের 'বেইজ্জত' পাকিস্তান, ফাইনালে মাস্টারস্ট্রোক সূর্যকুমারের!

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে হুটিং

ফাইনাল ম্য়াচের পর পাকিস্তানের ক্রিকেটাররা পদক নিতে এসেছিলেন। পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের মঞ্চে আসার কোনও কথাই ছিল না। কিন্তু, পরে তাঁরা প্রত্যেকেই আসেন। পাকিস্তানি ক্রিকেটারদের হাতে রানার্স-আপ পদক দেওয়া হয়। সেইসময় ভারতীয় ক্রিকেট সমর্থকরা 'দুয়োধ্বনি' তুলতে শুরু করে। স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা পাকিস্তানি ক্রিকেটারদের কাটা ঘায়ে নুনের ছিটে দেন। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা যারপরনাই হতাশ হয়ে পড়েন। ম্য়াচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি জানান, এই হারের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

IND vs PAK Asia Cup Final Highlights: ভারতের হাতে 'বধ' পাকিস্তান, নবমবার এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার

কী হল ম্য়াচে?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯.১ ওভারের মধ্য়ে 'মেন ইন গ্রিন' ১৪৬ রানে অলআউট হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করে এবং ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। টিম ইন্ডিয়ার হয়ে ৬৯ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। বোলিং ডিপার্টমেন্টে কুলদীপ যাদব ৪ উইকেট শিকার করেন।

Indian Cricket Team India vs Pakistan Asia Cup 2025 Final Mohsin Naqvi