কোহলির চোখে চোখ রেখে কী বলেছিলেন সূর্য, নিজেই জানালেন অবশেষে

অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটেই সূর্যকুমারের সুযোগ না মেলায় একাধিক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। সঞ্জয় মঞ্জরেকর, হরভজন সিং প্রত্যেকেই মুখ খুলেছেন।

অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটেই সূর্যকুমারের সুযোগ না মেলায় একাধিক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। সঞ্জয় মঞ্জরেকর, হরভজন সিং প্রত্যেকেই মুখ খুলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল শেষ হয়ে গিয়েছে। তবে সূর্যকুমার যাদবকে নিয়ে আলোচনা থামার লক্ষণ নেই। আইপিএলে টানা দুরন্ত পারফরম্যান্স করেও ব্রাত্য থাকতে হয়েছে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে। স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন সূর্যকুমার বাদ পড়ার পরে।

Advertisment

আইপিএলেই সূর্যকুমার আলোচনায় উঠে এসেছিলেন বিরাট কোহলির সঙ্গে ঠান্ডা দৃষ্টি বিনিময় করে। বিরাট কোহলির চোখে চোখ রেখে কী বলেছিলেন উঠতি তারকা ক্রিকেটার। তাই এবার জানালেন তিনি। স্পোর্টস টক-এ সাক্ষাৎকারে সূর্যকুমার জানালেন, সেই ইনিংস খেলার সময় বেশ চাপে ছিলেন, "ম্যাচের পরে পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। ও আমার সামনে এসে বলে, খুব ভালো খেলেছ! গ্রেট নক, এমন সব কথাবার্তা আর কি! অনুশীলনে যেভাবে বন্ধুদের, কিংবা সতীর্থদের সঙ্গে আমরা কথাবার্তা করি সেরকম। ৬০-৬৫ মিনিট আমার ইনিংস চলাকালীন বেশ চাপে পড়েছিলাম। তবে ইনিংসটা উপভোগ করেছি।"

আরো পড়ুন: জাতীয় দলে বাদ, কোহলিকে মাঠেই লাল চোখ সূর্যকুমারের, রইল ভিডিও

জাতীয় দলে সুযোগ না পাওয়ার পরে আরসিবি ম্যাচে ৪২ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে বার্তা দিয়েছিলেন সূর্যকুমার। সেই ম্যাচেই আবার অন্য কারণে শিরোনামে উঠে আসেন তিনি।

Advertisment

১৩তম ওভারের ঘটনা। ষষ্ঠ বলে ডেল স্টেইনের বল এক্সট্রা কভার দিয়ে হাঁকান তিনি। যেখানে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। সেটাই ওভারের শেষ বল হওয়ায় কোহলি ক্রিজের দিকেই হাঁটতে থাকেন। সেই সময় নীরব দৃষ্টি নিয়ে কোহলির দিকে বেশ কয়েক সেকেন্ড তাকিয়ে ছিলেন তিনি। ক্রোধ আর হতাশা যেন মাখামাখি হয়ে ছিল সূর্যকুমারের দৃষ্টিতে। তাঁর দিকে সূর্যকুমার তাকিয়ে আছেন দেখে কোহলিও কড়া দৃষ্টিতে চোখ রাখেন মুম্বইয়ের তারকার দিকে। বেশ কিছুক্ষণ চোখে চোখ রাখার পর দুই তারকাই এগিয়ে যান।

অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা না হলেও আগামী বছরে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজেই জাতীয় দলে প্রথমবার সুযোগ পেতে পারেন তিনি। ৩০ বছরের তারকা ক্রিকেটারকে আপাতত মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে দেখা যাবে কয়েকদিনের মধ্যেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Virat Kohli