Advertisment

Mohammed Shami injury scare: মাঠেই কোমর চেপে বসে পড়লেন শামি! হতাশায়, যন্ত্রণায় ধুয়েমুছে একাকার দেশের ক্রিকেট

Syed Mushtaq Ali Trophy: চোট যেন পিছু ছাড়ছে না মহম্মদ শামির। সৈয়দ মুস্তাক আলিতে খেলতে গিয়ে আবারও চোটের খপ্পরে পড়লেন জাতীয় দলের তারকা পেসার। শেষ প্রত্যাবর্তনের স্বপ্ন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammad Shami, মহম্মদ শামি

Mohammed Shami injury: ফের চোটের শিকার শামি (টুইটার)

Mohammed Shami injury scare in Syed Mushtaq Ali Trophy: ফের চোট। আবারও বড় ঝটকা মহম্মদ শামির কেরিয়ারে। প্রায় এক বছর ক্রিকেট খেলা থেকে দূরে ছিলেন। কিছুদিন আগেই প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। এর মধ্যেই ফের চোটের কবলে পড়লেন মহম্মদ শামি।

Advertisment

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় লোয়ার ব্যাকে পুনরায় চোট পেয়ে মাটিতে বসে পড়লেন তারকা বোলার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে পা দিয়ে বল বাঁচানোর চেষ্টা করার সময়েই স্ট্রেনের কবলে পড়েন তারকা। বারবার চোটের শিকার হয়েছেন। এমনকি বর্ডার গাভাসকার ট্রফিতেও যেতে পারেননি পর্যাপ্ত ম্যাচ ফিটনেসের অভাবে।

মোক্ষম সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন রিকভারির শেষ পর্বে। অস্ট্রেলিয়া সফরের প্রথমাংশ মিস করেছিলেন। এবার ধরে নেওয়া হচ্ছে শামি হয়ত অস্ট্রেলিয়া সিরিজের পুরোটাই খেলতে পারবেন না। বোর্ডের মেডিক্যাল টিমের পক্ষ থেকে শামিকে ম্যাচ খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেরার সেরা বোলারকে গোলাপি টেস্টের আগেই হারাল অস্ট্রেলিয়া! বিধ্বংসী ভারতের সামনে আরও চাপে অজিরা

তবে শামির কন্ডিশন থেকেই স্পষ্ট তিনি পাঁচ দিনের খেলার মত ফিটনেসের ধারেকাছেও নেই। এর মধ্যেই নতুন ইনজুরি চিন্তা বাড়াল তারকা পেসারের। একাধিক জাতীয় স্তরের প্রচারমাধ্যমে বলা হয়েছে, শামি সৈয়দ মুস্তাক আলিতে বল করার সময় লোয়ার ব্যাকে টান পড়ায় মাটিতে বসে পড়তে বাধ্য হন।

সঙ্গেসঙ্গেই বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স-এর মেডিক্যাল টিমের প্রধান নীতিন প্যাটেল তড়িঘড়ি তাঁকে সাহায্য করতে মাঠে ছুটে যান। বোর্ডের তরফে এখনও শামির চোটের বিষয়ে বিস্তারিত বলা হয়নি। ঘটনা যাই হোক, বোর্ডের তরফে শামিকে তড়িঘড়ি করে অস্ট্রেলিয়ার বিমানে চাপিয়ে না দেওয়ার সিদ্ধান্ত যে একদমই ঠিক ছিল, তা সঠিক প্রমাণিত হয়েছে, সংশ্লিস্ট ঘটনায়।

এমনিতে যথেষ্ট শক্তিশালী পেস বোলিং আক্রমণ নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছে টিম ইন্ডিয়া। বুমরা, সিরাজ, আকাশ দীপদের সঙ্গে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানা। ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে রয়েছেন মুকেশ কুমার, ইয়াশ দয়ালরা।

অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন হর্ষিত রানা। দুই ইনিংসেই দুরন্ত বোলিং করে নজর কেড়েছেন দিল্লির পেসার। এই বোলিং আক্রমণ নিয়েই বাকি সিরিজে অজিদের মোকাবিলা করতে হবে।

Mohammed Shami Indian Cricket Team Syed Mushtaq Ali Trophy Cricket News
Advertisment