/indian-express-bangla/media/media_files/2024/11/29/hDERiMOInQ59Zlri7rsp.jpg)
Indian-Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টালমাটালের মধ্যেই হচ্ছে ম্যাচ। (ছবি- টুইটার)
IND vs PAK U19 Asia Cup Live Streaming: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ভারতকে গ্রুপ বি-তে জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপালকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। অনূর্ধ্ব-১৯ (U19) এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহির দুটি জায়গায় খেলা হচ্ছে। তার মধ্যে একটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। অপরটি, শারজা ক্রিকেট স্টেডিয়াম।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক অচলাবস্থার কারণে এই অনূর্ধ্ব-১৯ ম্যাচটি খুবই আকর্ষণীয় হবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হবে নাকি পাকিস্তান তাদের দেশে পুরো ইভেন্টটি আয়োজন করবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড বৈঠক করতে চলেছে। আইসিসির সিদ্ধান্ত যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফির কাহিনি নিশ্চিতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ম্যাচের ভোল্টেজ কয়েকগুণ বাড়িয়েছে।
অনূর্ধ্ব-১৯ ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ কখন খেলা হবে?
ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ ৩০ নভেম্বর হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টা ৩০-এ।
কোথায় ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ খেলা হবে?
ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। লাইভ স্ট্রিমিং সোনিলাইভ (SonyLiv)-এ পাওয়া যাবে। পাকিস্তান, নেপাল এবং অন্যান্য দেশের ক্রিকেট অনুরাগীরা লাইভ স্ট্রিমিং এসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন।
আরও পড়ুন- ফের ক্যাপ্টেন হচ্ছেন কোহলি! অস্ট্রেলিয়ায় ভারতের ধুঁয়াধার পারফরম্যান্সের পরেই বড় খোলসা কিংবদন্তির
স্কোয়াড
ভারত: আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (অধিনায়ক), কিরণ চোরমলে (সহ-অধিনায়ক), প্রণব পান্ত, হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটরক্ষক), অনুরাগ কাওদে (উইকেটরক্ষক), হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়া, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।
পাকিস্তান: সাদ বেগ (অধিনায়ক/উইকেটরক্ষক), মহম্মদ আহমেদ, হারুন আরশাদ, তৈয়ব আরিফ, মহম্মদ হুজেফা, নাভিদ আহমেদ খান, হাসান খান, শাহজাইব খান, উসমান খান, ফাহাম-উল হক, আলি রাজা, মহম্মদ রিয়াজুল্লাহ, আবদুল সুবহান, ফারহান ইউসুফ, উমর জাইব।