Bhuvneshwar Kumar hat-trick in Syed Mushtaq Ali Trophy: ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুশতাক আলি ট্রফি ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড করলেন উত্তরপ্রদেশের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার এই ট্রফির গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে তিনি এই রেকর্ড করেন। ১৭তম ওভারে পরপর ফিরিয়ে দেন রবিন মিঞ্জ, বাল কৃষ্ণ ও বিবেকানন্দ তিওয়ারিকে। শুধু তাই নয়, ২০ ওভারের এই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়েছেন কুমার। নিয়েছেন একটি মেডেনও।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ম্যাচে প্রথম ব্যাট করে উত্তরপ্রদেশে তুলেছিল ১৬০ রান। নতুন বল হাতে এরপর দলের বোলিং শুরু করেন উত্তরপ্রদেশের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তিনি তাঁর প্রথম তিন ওভারে মাত্র ৬ রান দেন।
৩৪ বছর বয়সি কুমার তাঁর শেষ ওভারের বল করতে এসেছিলেন ম্যাচের ১৭তম ওভারে। আর, সেই ওভারই ম্যাচের গেম চেঞ্জার হয়ে ওঠে। যেখানে ভুবনেশ্বর কুমার হ্যাটট্রিক করেন। আকাশ মাধওয়াল, শ্রেয়াস গোপাল ও ফেলিক্স আলেমাওয়ের পর ভুবনেশ্বর হলেন চতুর্থ বোলার, যিনি সৈয়দ মুশতাক আলি ট্রফির চলতি মরশুমে হ্যাটট্রিকের রেকর্ড করলেন।
আরও পড়ুন: ভোরে ঘুম ভেঙে দেখতে হবে না ভারত-অস্ট্রেলিয়া টেস্ট! পিঙ্ক বলের যুদ্ধ উপভোগ করতে টিভি খুলবেন কখন
গত মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে উত্তরপ্রদেশের উদ্বোধনী ম্যাচে ভুবনেশ্বর প্রথম ভারতীয় পেসার হিসেবে টি২০ ফরম্যাটে ৩০০ উইকেট নেওয়ার সীমা টপকেছিলেন। এই সাফল্যের মাধ্যমে তিনি জসপ্রীত বুমরাকেও ছাপিয়ে গিয়েছেন। তাঁর সামনে আছেন স্রেফ তিন স্পিনার- যুজবেন্দ্র চাহাল (৩৬৪), পীযূষ চাওলা (৩১৯) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩১০ উইকেট)।
ভুবনেশ্বর ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে জাতীয় দলের হয়ে টি২০ ফরম্যাটে ৯০টি উইকেট নিয়েছেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০০৯ সালে টি২০ ম্যাচে 'মিরাটের সুইং কিং' নামে পরিচিত ভুবনেশ্বর কুমারের টি২০ অভিষেক হয়েছিল। তিনি দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৪ ওভারে ৩১ রান দিয়ে তাঁর প্রথম উইকেট নিয়েছিলেন।
১৭৬টি ম্যাচে তিনি ১৮১টি উইকেট নিয়েছেন। যা তাঁকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল সিমারে পরিণত করেছে। ভুবনেশ্বরকে এবারের মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।