Syed Mushtaq Ali QFs: Mohammed Shami's Road to Fitness Ahead of India vs Australia: মহম্মদ শামিকে কি অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় ক্রিকেট মহলে। এডিলেডে ম্যাচ হারার পরেই রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এসে বলে দিয়েছিলেন, শামির প্রত্যাবর্তনের রাস্তা প্রস্তুত। তবে সেই সঙ্গে রোহিত জানিয়ে দিয়েছিলেন, তারকা পেসারের হাঁটু আবার ফুলে গিয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময়।
জাতীয় স্তরের টি২০ টুর্নামেন্ট এখন শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। আর বাংলার জার্সিতে আগুন ঝরানো পেসারের দিকে নজর থাকবে গোটা দেশের। নতুন করে একপ্রস্থ ফিটনেস পরীক্ষার মুখে বসতে হয়েছে। এবং বাংলা দলের খবর বলছে, এখনই শামি অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছেন না।
দীর্ঘদিনের চোট সমস্যা কাটিয়ে শামি নভেম্বরের মাঝামাঝি ক্রিকেটে ফিরেছিলেন রঞ্জিতে খেলে। তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে টানা সাত ম্যাচেই অংশ নিয়েছেন। প্রি কোয়ার্টার ফাইনালে শামি ব্যাট-বল দুই বিভাগেই নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেছেন চন্ডীগরের বিপক্ষে।
আরও পড়ুন: পাকিস্তানি হয়েও নিজেকে ভারতীয় বলে দাবি! ঝড় তুলে বড় মন্তব্য পাক ক্রিকেটারের
তবে শামি এখনই টেস্টে লম্বা স্পেলে বল করার সামর্থ্য রাখেন কিনা, তা নিয়েই চলছে চুলচেরা বিচার। প্রতি দিনের পারফরম্যান্সের ওপর নজর রাখা হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স-এ। তবে শামি জাতীয় দলে এখনই যোগ না দেওয়ায় আপাতত খুশির বাতাবরণ বাংলা দলে।
কোয়ার্টার ফাইনালে কাপ জয়ের জন্য দাবিদার বরোদার বিপক্ষে শামি বাংলার হয়ে কেমন পারফরম্যান্স করেন, তা নিয়েই আলোচনা তুঙ্গে। বরোদার হয়ে খেলতে নামবেন পান্ডিয়া ব্রাদার্স- হার্দিক এবং ক্রুনাল। তবে দুই ভাইকে ছাপিয়ে এখজ নজর শুধুই শামিকে ঘিরে।