Advertisment

Venkatesh Iyer on becoming KKR captain: সবসময়ই KKR ক্যাপ্টেন হতে চেয়েছি! জল্পনা বাড়িয়ে এবার সরাসরি মুখ খুললেন IPL জয়ী নাইট তারকা

KKR news: কেকেআরের নেতা হওয়ার দাবিদার আরও একজন, এবার কী করবে নাইটদের ম্যানেজমেন্ট। যা বলেছেন তারকা ক্রিকেটার, তারপর নতুন করে ভাববেন শাহরুখরা?

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, KKR, আইপিএল, কেকেআর

IPL-KKR: ২০২৪ সালের আইপিএল-জয়ী কেকেআর। (ফাইল ছবি)

Venkatesh Iyer on KKR captaincy: তিনি কেকেআরের অধিনায়ক হতে চান। সোজাসাপটা বলে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। শুধু কেকেআরই নয়, তিনি ভারতীয় দলেরও ক্যাপ্টেন হতে চান বলেই ভেঙ্কটেশ জানিয়েছেন। তিনি বলেন, 'আমি একজন নেতা হতে চাই।' ২৯ বছরের ভেঙ্কটেশকে এবার নিলামে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। ২০২৪ আইপিএল-জয়ী কেকেআর দলেরও সদস্য ছিলেন এই অলরাউন্ডার। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস' আইডিয়া এক্সচেঞ্জে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি সবসময় নেতা হতে চেয়েছি। সেটা মধ্যপ্রদেশ দল হোক, আইপিএল দল হোক। অথবা ভারতীয় দল। একজন অধিনায়ক হিসেবে নিজের ধ্যান-ধারণাকে কাজে লাগাতে চাই। আর, সেই জন্যই আমি ড্রেসিরুমের নেতা হতে চাই। যদি আমাকে অধিনায়ক করা হয়, তবে এক বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির নেতা হতে পেরে গর্ববোধ করব। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!' 

এবারের নিলামে ভেঙ্কটেশ চতুর্থ দামি খেলোয়াড় হয়েছেন। তবে, তাতেই সন্তুষ্ট থাকতে চান না এই ক্রিকেটার তিনি বলেছেন, 'টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল যখন ফিরল, সংবর্ধনা অনুষ্ঠানটা দেখেছেন? ওই দলের সদস্য হতে সবাই চাইবে। কে আবার ভারতীয় দলের নীল বা সাদা জার্সি পরতে চাইছে না? অর্থ আর দক্ষতার বাইরেও কিছু জিনিস আছে। সেটাকে বলে আবেগ। এটাই হল আবেগ। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন ভাবিনি যে ক্রিকেট থেকে আয় করতে পারব। আমরা শুধু টিভিতে দেখেছি, ভারতের প্রতিনিধিত্ব করার পর লক্ষ লক্ষ মানুষ আমাকে এবং আমার দেশকে জয়ী করার জন্য আনন্দ করছে।'

আইপিএলের প্রাইস ট্যাগ সম্পর্কে ভেঙ্কটেশ বলেন, 'লোকজন কোন ক্রিকেটার কত টাকা পাচ্ছেন, তা নিয়ে বলাবলি করে বটে, কিন্তু আমার কাছে দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতিটাই আলাদা। তার সঙ্গে আর কারও তুলনাই হতে পারে না। সেটা ২৩ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। মনে হতে পারে বড় বড় কথা। কিন্তু, আমি সত্যিই বলছি যে ভারতের হয়ে খেলার চেয়ে বড় অনুভূতি আর কিছুতে নেই।'

Advertisment

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হওয়ার পর মায়ের সঙ্গে গিয়ে কথা বলেন শাহরুখ, বড় ঘটনা ফাঁস KKR সুপারস্টারের

ভেঙ্কটেশ বলেন, 'আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, একটা কভার ড্রাইভ। ওটা আমি ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মেরেছিলাম। দারুণ একটা মুহূর্ত। এই মুহূ্র্তটা তেমনই মনে আছে, যেমন মনে আছে আমার বিয়ের সময়টা। ম্যাচের আগে জাতীয় সংগীত বাজার সময় আমি যখন দাঁড়িয়েছিলাম, সেই সময়টা।'

cricket KKR Kolkata Knight Riders IPL Cricket News MP Venkatesh Iyer
Advertisment