Advertisment

Rajat Patidar's Protest Against TV Umpire Error in SMAT Final: আম্পায়ারকে সরাসরি চ্যালেঞ্জ, মাঠ ছাড়তে অস্বীকার! SMAT ফাইনালে শেষ বলে ওয়াইড-ছক্কা! দেখুন ভিডিও

Syed Mushtaq Ali Trophy: SMAT ফাইনালে রজত পাতিদার বিতর্কিত আউট নিয়ে উত্তেজনা। টিভি আম্পায়ারের ভুলে মাঠ ছাড়তে অস্বীকার করলেন মধ্যপ্রদেশের ব্যাটার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rajat Patidar umpiring error SMAT final

Rajat Patidar umpiring error SMAT final: ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করলেন রজত পাতিদার (টুইটার)

Rajat Patidar refuses to leave after TV umpire’s mistake in SMAT final, Mumbai vs MP: রবিবার বেঙ্গালুরুতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে নাটকের পর নাটক। মুম্বইয়ের বিপক্ষে নিজেদের ইনিংস শেষ হয়ে গেলেও মাঠ ছাড়তে অস্বীকার করলেন মধ্যপ্রদেশ ক্যাপ্টেন রজত পাতিদার।

Advertisment

ইনিংসের শেষ বল অনফিল্ড আম্পায়ার ওয়াইড ঘোষণা করেছিলেন। তবে মুম্বই ডিআরএস নেয় আউটের রিভিউ সমেত। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আবার বদলে দেন টিভি আম্পায়ার কেএন অনন্ত পদ্মনাভন। মুম্বইয়ের পেসার শার্দূল ঠাকুর পপিং ক্রিজের বাইরে অফ সাইডে বল রেখেছিলেন। ক্রিজে থাকা মধ্যপ্রদেশ ক্যাপ্টেন রজত পাতিদার শাফল করে এসেও বলের নাগাল পাননি।

বল ছিল পপিং ক্রিজের বাইরে। সেই বিষয় বিবেচনা না করেই অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে দেন টিভি আম্পায়ার। ম্যাচের চরম উত্তেজনায় রজত পাতিদার ক্রিজ ছাড়তে অস্বীকার করেন। অনফিল্ড আম্পায়ারদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন।

আরও পড়ুন: বুমরাকে আদিম মানবের তুলনা! ব্রিসবেনে বসেই বিলিতি বাঙালি কন্যের জিভে বিস্ফোরণ, তোলপাড় বিতর্ক

Advertisment

এরপরে টিভি আম্পায়ার আরও একবার রিপ্লে দেখেন। এবং কয়েক মিনিট আগেই নিজের দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। সম্প্রচারকারী চ্যানেলে আম্পায়ার অনন্ত পদ্মনাভনকে বলতে শোনা যায়, "ভীষণ দুঃখিত। পপিং ক্রিজের বাইরে পিচ করেছে। এটা আমার নজর এড়িয়ে গিয়েছিল।"

মুম্বই রিভিউ হারিয়ে বসায় মধ্যপ্রদেশকে আরও একটা বল খেলার অনুমতি দেওয়া হয়। সেই শেষ বলই মুম্বইয়ের জন্য কালান্তক হয়ে দাঁড়ায়। শার্দূল ঠাকুরের ফুলটস সোজা গ্যালারি পাঠিয়ে দেন। প্ৰথমে ব্যাট করতে নেমে রজত পতিদারের ব্যাটে ভর করে মধ্যপ্রদেশ ১৭৪ রানের স্কোর খাড়া করে শেষমেশ।

তার আগে মুম্বইয়ের বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল মধ্যপ্রদেশের। ১০ ওভারে স্কোরবোর্ডে ৬৩ রান যোগ করার ফাঁকেই ৪ উইকেট হারিয়ে বসেছিল মধ্যপ্রদেশ। এরপরে রজত পাতিদার মধ্যপ্রদেশের ত্রাতা হয়ে দাঁড়ান। ৪০ বলে ৮১ করে দলকে ভালো পজিশনে পৌঁছে দেন। শার্দূলের বলে হাঁকানো শেষ ছক্কা তাঁর ইনিংসের ষষ্ঠ ছক্কা রবিবার।

রজত পাতিদারকে সমর্থন করার জন্য আরসিবি সমর্থকরা চিন্নাস্বামীতে হাজির হয়েছিলেন। মুম্বইয়ের সামনে তাই কিছুটা 'ঘরের দর্শকের' সমর্থন তাতিয়ে দিয়েছিল মধ্যপ্রদেশ ব্যাটারকে।

সৈয়দ মুস্তাক আলিতে নিজের দলের হয়ে রজত পাতিদার সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ইনিংসে ৪২৮ রান করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানোদের তালিকায় উর্বিল প্যাটেলের (২৯টি) পরেই রয়েছেন তিনি (২৭টি)।

Madhya Pradesh mumbai Cricket News Syed Mushtaq Ali Trophy
Advertisment