মা ছিলেন ভেন্টিলেটরে! সেই কঠিন সময়কেই সাক্ষী রেখে ভারত জয় করেন বাবর আজম। এমন ঘটনা এবার প্রকাশ্যে আনলেন বাবরের পিতা আজম সিদ্দিকি।
গত রবিবার ভারতকে দুরমুশ করে জয়লাভ করেছে পাকিস্তান। একপেশে ম্যাচে ভারত পাকিস্তানের উদ্যমী ক্রিকেটের কাছে দাঁড়াতেই পারেনি। ১০ উইকেটে বিধ্বস্ত হতে হয়েছিল ভারতকেও। ব্লকবাস্টার ম্যাচে দ্বিতীয় ইনিংসে রান চেজ করার সময়ে বাবর ৬৮ রানে অপরাজিত ছিলেন।
সেই সময় বাবরের মা অস্ত্রোপচারের পরে ভেন্টিলেটরে ছিলেন। বাবরের পিতা আজম সিদ্দিকি শনিবার নিজের ইনস্টাগ্রামে চাঞ্চল্যকর এমন ঘটনা সামনে আনেন। বলে দেন, পাক দলের নেতা বাবর আজম বিশ্বকাপের তিন ম্যাচে খেলেছেন কঠিন সময়ে।
আরও পড়ুন: দুরন্ত হ্যাটট্রিকে শারজায় আগুন জ্বালালেন হাসারাঙ্গা, বিধ্বংসী ঘূর্ণিতে নাকাল প্রোটিয়াজরা, দেখুন ভিডিও
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আজম সিদ্দিকি লিখেছেন, "গোটা দেশের কিছু সত্যি কথা জানা প্রয়োজন। তিনটে ম্যাচ টানা জয়ের জন্য দলকে অভিনন্দন। আমাদের বাড়িতেও বড়সড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম আমরা। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিনে বাবরের মা ভেন্টিলেটরে ছিলেন।"
এরপরে তিনি আরও লেখেন, "বাবার তিন ম্যাচেই কঠিন সময়ে খেলেছে। এসব কথা জানাতে চাইনি। তবে বাবর যাতে দুর্বল না হয়ে পড়ে, সেই জন্যই জানাতে বাধ্য হলাম। ঈশ্বরের আশীর্বাদে বাবর ভাল রয়েছে। এই ঘটনা জানানোর উদ্দেশ্য কোনও কারণ ছাড়াই জাতীয় হিরোদের যাতে সমালোচনা না করা হয়। যদি স্বর্গলাভ না করতে পারি, তাহলে আমাদেরও পরীক্ষায় বসতে হবে। এই ঘটনা বিলক্ষণ জানা রয়েছে। পাকিস্তান দীর্ঘজীবী হোক।" নিজের লম্বা ক্যাপশনের সঙ্গে পরিবারের জোড়া ছবিও জুড়ে দিয়েছেন বাবরের পিতা।
ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে টানা তিন ম্যাচ হারানোর পরে পাকিস্তান সেমিফাইনালে কার্যত উঠে গিয়েছে। ভারতের বিরুদ্ধে জয়ের পরে পাক বাহিনীর সামনে আত্মসমর্পণ করেছে কিউয়ি এবং আফগানরা।
বিশ্বকাপের মত টুর্নামেন্টে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। ব্যাটসম্যান হিসাবে দারুণ খেলার পাশাপাশি নেতৃত্বেও ফুল ফোটাচ্ছেন তারকা। পাক দলের অপরাজেয় টানা জয়ে তারই প্রমাণ। পাকিস্তান পরবর্তী ম্যাচ খেলবে মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন