রবিবার রুদ্ধশ্বাস ডুয়েলে মুখোমুখি ভারত-পাকিস্তান। সুপার-১২ পর্বে এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। সমর্থকরাও এই ম্যাচ ঘিরে কার্যত বিনিদ্র রজনী যাপন করছেন। আর রবিবার পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় সমর্থকরা বেঙ্গালুরুতে যজ্ঞের আয়োজন করলেন। সমস্ত ক্রিকেটাররা যাতে পাকিস্তানের বিপক্ষে সেরাটা মাঠে দিতে পারে সেই জন্যই সরাসরি ঈশ্বরের মঙ্গলকামনায় মাতলেন সমর্থকরা।
সেই যজ্ঞের অন্যতম আয়োজক সঞ্জয় শর্মা জানিয়েছেন, "ভারত পাকিস্তানকে হারাক, সেটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়াই আমাদের উদ্দেশ্য।"
বেঙ্গালুরুতে জন নামের ওই এক সমর্থক জানিয়েছেন, "প্রস্তুতি ম্যাচে ভারত দারুণ খেলেছে। এবার সেই ধারাবাহিকতা দেখিয়ে ভারত শুধু পাকিস্তান ম্যাচ নয় সমস্ত ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপ দেশে নিয়ে আসুক, সেটাই আমরা চাইছি।"
আরও পড়ুন: অবাস্তব ঘটনা খোঁড়া হচ্ছে! পাক ম্যাচের আগেই নেতৃত্ব-প্রশ্নে ফুঁসলেন কোহলি
এদিকে, রবিবারের ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। ভারত যেমন বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নিজেদের ট্র্যাকরেকর্ড ধরে রাখতে মরিয়া থাকবে, সেই ইতিহাস আবার বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। টি২০ এবং ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২ ম্যাচে মুখোমুখি হয়ে এখনও জয় পায়নি পাক ক্রিকেট দল।
তবে এবার সেই ট্র্যাডিশন বদলানোর নিয়ে নামার আগে পাকিস্তান টানা ১০ ম্যাচে জিতে সুপার-১২ পর্বে খেলতে নামছে। অপ্রতিরোধ্য সেই ফর্মে ভর করেই ভারতের মত শক্তিশালী দলকে উড়িয়ে দেবে পাকিস্তান। এমনটাই মনে করছেন মুদাসসর নজর। শেষবার ভারত ২০১৯-এ ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও ভারত শেষ হাসি হাসে। ২০০৮-এ মুম্বই বিস্ফোরণের পরে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া কেবলমাত্র আইসিসি ইভেন্টেই দুই দেশ পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে।
আরও পড়ুন: ব্লকবাস্টার রবিবারে ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন ম্যাচ দেখবেন, জানুন বিস্তারিত
পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে জোড়া প্রস্তুতি ম্যাচে ভারত জিতেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কেএল রাহুল এবং রোহিত শর্মার ফর্ম ভরসা জুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে। পাক দলের অস্ত্র হতে চলেছে মহম্মদ হাফিজ, শোয়েব মালিকদের মত তারকাদের অভিজ্ঞতা। টপ অর্ডারে পাক দলকে ভরসা দিচ্ছে মহম্মদ রিজওয়ান, বাবর আজম এবং ফখর জামানের ফর্ম। বোলিংয়ে হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদির পেস যেকোনও দলকে বিপদে ফেলতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন