বেনজির ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আউট হতে হল কেএল রাহুলকে। ভারতীয় ইনিংসের শুরুতে প্রবল ঝটকা দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। জোড়া আনপ্লেয়েবল ডেলিভারিতে আফ্রিদির বলের শিকার হন দুই ওপেনার- রোহিত শর্মা এবং কেএল রাহুল।
দুই ওপেনারকে হারিয়ে ভারত ব্যাপক সমস্যায় পড়ে যায় ইনিংসের শুরুতে। তবে পরে দেখা যায় কেএল রাহুল নো বলে আউট হয়েছেন। সেই ভিডিও ক্লিপের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
টসে জিতে ভারতকে প্ৰথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথম তিন ওভারের মধ্যেই জোড়া ওপেনারকে হারানোর পরে ব্যাপক চাপের মধ্যে পড়ে ভারত। কিছুক্ষণ পরে সূর্যকুমার যাদবকে হাসান আলি ফেরানোর পরে ভারত ৩১/৩ হয়ে যায়।
এরপরে ক্যাপ্টেন কোহলির সঙ্গে ইনিংসের হাল ধরেন ঋষভ পন্থ। তৃতীয় উইকেটে দুজনে মিলে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে প্রাথমিক বিপদের হাত থেকে রক্ষা করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠেই হাতাহাতি! তুমুল মারামারি লিটন-কুমারার! দেখুন ভিডিও
ঋষভ পন্থ মারমুখী মেজাজে পাক বোলারদের ওড়াচ্ছিলেন। তবে শাদাব খানের রং ওয়ানে ঠকে গিয়ে উঁচুতে ক্যাচ তুলে বিদায় নেন ঋষভ পন্থ। এরপরে কোহলি একপ্রান্তে শিট এঙ্করের ভূমিকা পালন করে দলকে দেড়শো পেরোনো নিশ্চিত করেন।
ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
পাকিস্তান একাদশ:
বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন