ক্রিকেটের তর্কাতীতভাবে সবথেকে বড় উৎসব শুরু হয়ে যাচ্ছে রবিবার। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তান গ্রুপে নিজেদের প্ৰথম ম্যাচেই মুখোমুখি। মরু শহরে উত্তেজনার পারদ তুঙ্গে। ক্রিকেটীয় শক্তির মাপকাঠিতে সমস্ত বিশেষজ্ঞই ভারতকে এগিয়ে রাখছেন। তবে মহারণের আগে বাবর আজমদের তিন-তিনটে টিপস দিলেন শোয়েব আখতার। সফলভাবে এই টিপস কাজে লাগাতে পারলেই নাকি কেল্লাফতে।
স্পোর্টসক্রীড়ায় শোয়েব আখতার ক্রিকেটীয় আলোচনায় সাফ জানিয়ে দিয়েছেন, এই টিপস বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। শোয়েব জানিয়েছেন, "ভারতীয় দলকে কয়েকটা ঘুমের ওষুধ খাইয়ে দাও। বিরাট কোহলিকে দু-দিন ইনস্টাগ্রাম ব্যবহার করতে দেওয়া থেকে বিরত রাখতে হবে। তৃতীয়ত, ধোনিকে কোনওভাবেই যেন ভারত মাঠে না নামায়। এখনও ও কিন্তু ফর্মে রয়েছে।"
আরও পড়ুন: অবাস্তব ঘটনা খোঁড়া হচ্ছে! পাক ম্যাচের আগেই নেতৃত্ব-প্রশ্নে ফুঁসলেন কোহলি
মজার ছলে শোয়েবের এই তিন টিপস মুহূর্তেই আলোচনার শিরোনামে উঠে এসেছে। প্রসঙ্গত, আইপিএল শেষের পরে ধোনিকে মেন্টর হিসাবে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর গ্রহণ করেছিলেন মহাতারকা। খেলেন কেবলমাত্র আইপিএলে।
মজার বিষয় সরিয়ে রেখে শোয়েব আখতার অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানকে শুরুটা ভাল করতেই হবে। তারপরে স্কোরবোর্ডে সবসময় সচল রাখতে হবে। খুব বেশি ডট বল খেললেই সর্বনাশ।
আরও পড়ুন: ব্লকবাস্টার রবিবারে ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন ম্যাচ দেখবেন, জানুন বিস্তারিত
"ওপেনিং জুটি থেকেই পাকিস্তানকে দারুণ সূচনা করতে হবে। তারপরে যথাসম্ভব ডট বল এড়িয়ে বল পিছু ৫-৬ ওভার রান তোলার দিকে নজর দিতে হবে। তারপরে স্ট্রাইক রেট বাড়াতে হবে। আর বোলিংয়ের সময় স্কোরবোর্ডে বড় রানের পুঁজি থাকলে ভারতের নিয়মিত উইকেট তুলতে হবে।" জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
ভারত ম্যাচে পাকিস্তনের ট্রাম্প কার্ড কে হতে চলেছেন, তা-ও জানিয়ে দিয়েছেন তিনি। "লোয়ার অর্ডারে আসিফ আলি মারকুটে ব্যাটিং করতে পারে। ওঁর দিকে ম্যাচে নজর থাকবে।" বক্তব্য শোয়েবের।
শোয়েবের তুরুপের তাস আসিফ আলি অবশ্য পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। ২৯ টি২০ ম্যাচে আসিফ আলি ১৬.৩৮ গড়ে করেছেন মাত্র ৩৪৪ রান। ভারতকে বিশ্বকাপের ময়দানে পাকিস্তান কখনও হারাতে পারেনি। ১২ বারের সাক্ষাতে টিম ইন্ডিয়া প্রত্যেকবারেই জয় পেয়েছে। সেই ট্র্যাডিশন পাল্টাতে নামছে সবুজ জার্সিধারীরা। অন্যদিকে, রেকর্ড অক্ষত রাখার চ্যালেঞ্জ ভারতের সামনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন