রোহিতকে কি বাদ দেবেন কোহলি! পাক ম্যাচে কুৎসিত হারের পরেই উঠল প্রশ্ন

১৩ বারের চেষ্টায় ভারতকে বিশ্বকাপের ময়দানে হারিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে কার্যত দুরমুশ করে এসেছে জয়।

১৩ বারের চেষ্টায় ভারতকে বিশ্বকাপের ময়দানে হারিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে কার্যত দুরমুশ করে এসেছে জয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পাকিস্তানের কাছে বিশ্রী পরাজয়। তার পরেই সাংবাদিক সম্মেলনে কোহলিকে অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হল। সাংবাদিক সরাসরি জিজ্ঞাসা করে বসলেন, "আগামী ম্যাচে কি রোহিত শর্মাকে বাদ দেওয়ার কথা ভাবা হবে?" এমন অদ্ভুত প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি।

Advertisment

এমনিতেই ১০ উইকেটে একপেশে হারের পরেও ভাবলেশহীন ছিলেন কোহলি। রোহিতকে অস্বস্তিকর প্রশ্নেও মেজাজ শান্ত রাখলেন মহাতারকা। সাংবাদিকের জিজ্ঞাসা জবাবে হাসতে হাসতেই কোহলি জবাব দিলেন,, "আপনি কি টি২০ ম্যাচ থেকে রোহিত শর্মাকে বাদ দিতে পারবেন? রোহিতকে বাদ দেওয়ার মত সাহস কি আপনার রয়েছে? আমরা শেষ যে ম্যাচে খেলেছিলাম, সেই ম্যাচে রোহিত কী করেছিল, সেটা কি জানেন? অবিশ্বাস্য প্রশ্ন। যদি আপনি বিতর্ক চান, আগে থেকে জানিয়ে রাখুন, সেই অনুযায়ী উত্তর দেব।"

আরও পড়ুন: লজ্জার হারের পরেই দুঃসংবাদ! হাসপাতালে নিয়ে যাওয়া হল ভারতের সুপারস্টারকে

সাংবাদিক সম্মেলনে অবশ্য কোহলি একপ্রকার স্বীকার করে নিলেন, পাকিস্তানের কাছে কার্যত দাঁড়াতেই পারেনি ভারত। তবে দল এখনই প্যানিক বাটন প্রেস করছে না।

Advertisment

১৩ বারের চেষ্টায় ভারতকে বিশ্বকাপের ময়দানে হারিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে কার্যত দুরমুশ করে এসেছে জয়। ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় ১৭.৫ ওভারে, সকলকে বাকরুদ্ধ করে দিয়ে। "আমরা মোটেই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তবে পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। ওঁরা পুরোপুরি আমাদের পর্যুদস্ত করেছে।" বলে দিয়েছেন কোহলি।

আরও পড়ুন: নো বলে আউট রাহুল! ছবি ফাঁস হতেই আম্পায়ারের ওপর ফেটে পড়ল ভারতীয়রা

সেই সঙ্গে ক্যাপ্টেনের আরও সংযোজন, "শুরুতেই তিনটে উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা ব্যাপক কঠিন হয়ে যায়। তাছাড়া দ্বিতীয় পর্বে শিশিরের ব্যাপার ছিল। তাছাড়া ওঁরা ব্যাট হাতে দারুণ খেলেছে। পাকিস্তান ইনিংসের মত প্রথম পর্বে বল হিট করা এত সহজ ছিল না। তাই কন্ডিশনের কথা মাথায় রাখলে আরও ১৫-২০ রান অতিরিক্ত যোগ করতে হয়। তবে পাকিস্তানের দুর্ধর্ষ বোলিং আমাদের সেভাবে খাপ খুলতে দেয়নি। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবে টুর্নামেন্ট শুরু হল। শেষ নয়।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team T20 World Cup