/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Kane-Williamson.jpg)
টি২০ ফরম্যাটে সেভাবে পাত্তাই পান না। ভদ্রলোক শান্ত-শিষ্ঠ নরম সরম ক্রিকেট খেলেন বলেই 'অভিযোগ'। তবে ব্যাটে বলে হলে যে বিশ্বের সেরা সেরা বোলারদের হাড়ে ঠকঠকানি ধরিয়ে দিতে পারেন, তা দেখল বিশ্বক্রিকেট। টি২০ বিশ্বকাপের মত ফাইনালের মঞ্চেই এবার জ্বলে উঠলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে তান্ডবে ত্রাহি ত্রাহি রব তুললেন অস্ট্রেলীয় শিবিরে।
টি২০ ওয়ার্ল্ড কাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এবং দ্রুততম হাফসেঞ্চুরি- জোড়া রেকর্ডে হৈচৈ ফেললেন দুবাইয়ের মাঠে। মরু শহরে ঝড় তুললেন ক্যাপ্টেন কেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মত সেরার সেরাদের ছাতু করে ৪৮ বলে ৮৫ রানে বিস্ফোরক ইনিংসে দলকে পৌঁছে দিলেন ১৭২/৪-এর নিরাপদ স্টপেজে। নিজের ইনিংসে হাঁকালেন ১০টা বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারি। জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট ১৭৩।
আরও পড়ুন: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড উইলিয়ামসন-বোল্টের! এমন নজির আর কারোর নেই
টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিং প্রথম থেকেই ব্যাকফুটে ছিল কিউয়িরা। পাওয়ার প্লে-র মধ্যেই ড্যারেল মিচেলকে ফিরিয়ে বড়সড় আঘাত হেনেছিলেন জোশ হ্যাজেলউড। এরপরে জাম্পা, হ্যাজেলউড, কামিন্সদের আটোসাঁটো বোলিংয়ে রান তোলার গতি হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
The joint-highest score in a #T20WorldCupFinal from Kane Williamson 🔢
A knock for the ages 👏#T20WorldCup | #NZvAUS | https://t.co/1HyoPN4N0dpic.twitter.com/qBUkYZgs5v— T20 World Cup (@T20WorldCup) November 14, 2021
দলগত হাফসেঞ্চুরিতেই পৌঁছতে নিউজিল্যান্ড প্রায় ৯ ওভার নিয়ে নেয়। তবে ১০ ওভারের পর পুরো খেলাই কেন উইলিয়ামসন-ময়। উইলিয়ামসনের ব্যক্তিগত ১৭ রানের মাথায় হ্যাজেলউড ক্যাচ মিস করে বসেন বাউন্ডারি লাইনের ধারে। তারপরে আর ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন: বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দল, আগাম ভবিষ্যৎবাণী করলেন সৌরভ
কেন উইলিয়ামসনের স্বভাববিরুদ্ধ আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পুরো অজি বোলিং আক্রমণই খেই হারিয়ে ফেলে। সবথেকে বেশি নির্দয় ছিলেন স্টার্কের বিরুদ্ধে। ১৬তম ওভারে স্টার্কের ওভারে উইলিয়ামসন চারটে বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি সমেত তুলে যান ২২ রান। স্টার্ক নিজের ৪ ওভারের কোটায় খরচ করলেন রান ৬০ রান। টি২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে স্টার্কই সবথেকে খরুচে বোলার।
হ্যাজেলউড শেষমেশ উইলিয়ামসনকে ফেরালেও তাঁর আগে দলের বড় রানে পৌঁছে দেওয়া নিশ্চিত করে যান। অজি বোলারদের মধ্যে সবথেকে নজরকাড়া বোলিং করলেন জোশ হ্যাজেলউড। কিউয়ি ব্যাটিং তান্ডবের মুখে দাঁড়িয়েও তিনি নিজের ৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে তিনজনকে আউট করে যান। বিস্ফোরক ব্যাটিংয়ে আগুন জ্বালানো উইলিয়ামসনকে তিনিই ফেরান শেষমেশ।
কিউয়ি ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জিমি নিশাম (৭ বলে ১৩) এবং টিম স্টেইফার্ত (৬ বলে ৮)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন