ক্রিকেট বিশ্বকাপের বিজয়া দশমী রবিবার। টানটান ক্রিকেট যুদ্ধের যবনিকাপাত ঘটছে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার চূড়ান্ত লড়াইয়ে। কুড়ি কুড়ির দুনিয়ায় বেতাজ বাদশা কে, ঠিক হয়ে যাবে ফাইনালেই। মহাযুদ্ধের আগে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দুবাইয়ে নিজের ছবি পোস্ট করলেন।
অক্টোবরের ১৭ তারিখে কোয়ালিফায়ারের অবতীর্ণ হয়েছিল একডজনেরও বেশি দল। সেখান থেকে চার দল মূলপর্বে সুপার-১২ এ খেলার সুযোগ পায়। তারপরে প্রায় একমাস অতিক্রান্ত মেগা এই টুর্নামেন্টের। গোটা বিশ্বক্রিকেটকে আমোদিত করেছে টানটান লড়াই।
আরও পড়ুন: সানরাইজার্স ছাড়ছেন লক্ষ্মণ! বড়সড় পদে বন্ধুকে বসাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ
ফাইনাল ম্যাচের আগে স্মৃতির সরণি দিয়ে হাঁটলেন সৌরভ। হয়ে পড়লেন নস্ট্যালজিক। এবারের কুড়ি কুড়ি বিশ্বকাপের আয়োজক বিসিসিআই। দেশে কোভিড পরিস্থিতির কারণে মরু শহরে টুর্নামেন্ট নিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতীয় বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাসনিক কেরিয়ারে এই প্ৰথমবার ওয়ার্ল্ড কাপের মত ইভেন্ট। সেই মার্কি ইভেন্টের ফাইনালের আগে তাই আবেগঘন পোস্ট করলেন মহারাজ। মুহূর্তেই সেইসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ক্রিকেট কেরিয়ারে ওয়ার্ল্ড কাপের ফাইনালে দলকে তুলেছিলেন। জোহানেসবার্গে অল্পের জন্য অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপজয়ী হতে পারেননি ক্যাপ্টেন সৌরভ। তবে প্রশাসক হিসাবে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ তিনি। সোশ্যাল মিডিয়ায় জোহানেসবার্গের সেই স্মৃতি উস্কে দিয়ে ফাইনালে টস করার ছবি যেমন পোস্ট করলেন, তেমনই দুবাইয়ে নিজের বর্তমান ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: ছেলের ফোনেই নাকি ভারতের কোচ দ্রাবিড়! বড় ঘটনা খোলসা করলেন স্বয়ং সৌরভ
অস্ট্রেলিয়ার কাছে ১৮ বছর আগে পরাজয় বরণ করলেও চিরস্থায়ী ইতিহাসের বাসিন্দা হয়ে গিয়েছিলেন বেহালার বীরেন রায় রোডের বাসিন্দা। বিশ্বকাপ ফাইনালের রাতে এবার প্রশাসক সৌরভ পুরস্কৃত করবেন জয়ী দলকে। সৌরভের স্বপ্নভঙ্গ করা সেই অস্ট্রেলীয় দল নাকি নিউজিল্যান্ড- কোন দল সম্মানিত হবেন মহারাজের কাছে, কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন