সবকিছু ঠিকঠাক থাকলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসবে টি২০ বিশ্বকাপে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন হার্দিক পান্ডিয়া। বোলিং না করলে টিম ইন্ডিয়ায় আর ঠাঁই নেই তারকার। এমনটাই এবার জানা গেল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শোচনীয় হারের পরেই কার্যত ঠিক হয়ে গিয়েছে হার্দিকের টিম ইন্ডিয়ায় ভবিষ্যৎ। এমনটাই বলা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।
বুধবার অনুশীলনে বোলিং শুরু করেছেন হার্দিক। আপাতত বোলিং হার্দিক নেট অনুশীলনে কেমন করেন, তার ওপর ভিত্তি করেই নিউজিল্যান্ড ম্যাচে তারকার ভবিষ্যৎ চূড়ান্ত করা হবে। যদি নেট অনুশীলনে বোলিংয়ে টিম ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে পারেন তারকা, তাহলেই একমাত্র রবিবার প্রথম একাদশে থাকার ছাড়পত্র মিলবে। একই সঙ্গে হার্দিকের সঙ্গেই নজরে রাখা হচ্ছে শার্দূল ঠাকুরকে। কোনও কারণে হার্দিক খেলতে না পারলে শার্দূলের ভাগ্যে শিকে ছিড়বে।
আরও পড়ুন: নিলামের আগেই হার্দিককে ছাড়ছে মুম্বই! বিশ্বকাপের ভরা মঞ্চে বিশাল দুঃসংবাদে বিধ্বস্ত তারকা
অনেক প্রতীক্ষার পরে হার্দিক বোলিং শুরু করেছেন। তবে অনুশীলন এবং উত্তেজক ম্যাচে বোলিংয়ের মধ্যে ফারাক রয়েছে। নেট অনুশীলনে হার্দিক কতটা নিজেকে মেলে ধরতে পারবেন, তার ওপর দলে ঢোকার বিষয়টি অনেকটা নির্ভর করছে। প্রথমবার বোলিংয়ের সময় অবশ্য স্ট্রেন্থ এবং কন্ডিশনিং যাচাই করে নেওয়া হয়েছে। তারপরে বোলিংয়ের ফিটনেসে কোনও খামতি থাকছে কিনা, সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে টিম ম্যানেজমেন্টের।
২৮ বছরের তারকা ক্রিকেটার চলতি বছরে ৭ টি২০-তে মাত্র ১৯ ওভার বোলিং করেছেন। ৬টা ওয়ানডে ম্যাচে হাত ঘুরিয়েছেন মাত্র ২৩ ওভার। গোটা আইপিএলে এক ওভারও বোলিং করতে দেখা যায়নি তারকাকে। তা সত্ত্বেও টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের সময় প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, নিজের কোটার পুরো ৪ ওভারই বোলিং করবেন হার্দিক।
আরও পড়ুন: পন্থকে সরানো হবে না দিল্লির নেতৃত্বে! বিপদ বুঝে আইপিএলে দল বদলাচ্ছেন তারকা
তবে বিশ্বকাপ যত এগিয়েছে হার্দিকের বোলিং-সম্ভবনা নিয়ে তত অনিশ্চয়তার মেঘ এসে হাজির হয়েছে। শেষ পর্যন্ত হার্দিককে কভার করার জন্য শার্দূল ঠাকুরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হয়, অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে।
প্রধান নির্বাচক চেতন শর্মার সঙ্গেই হার্দিকের পাশে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে হার্দিককে স্রেফ ব্যাটসম্যান হিসাবে খেলানোর পক্ষে যুক্তি দিয়ে যান ক্যাপ্টেন। ডেথ ওভারে হার্দিকের বিগ হিটিংয়ের ওপর ভরসা ছিল কোহলির। তবে পাক ম্যাচে তারকা শেষদিকে নেমে একদমই খেলতে পারেননি।
আর পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ভারত ব্যাপকভাবে ষষ্ঠ বোলারের অভাব অনুভব করেছে। সেই ভাবনা থেকেই প্ল্যান বি কষে রাখছে ভারত মরণ বাঁচন কিউয়ি ম্যাচের আগে। প্ল্যান-বি'তেই খাপ খেয়ে যাচ্ছেন শার্দূল। মুম্বইয়ের তারকা লোয়ার অর্ডারে বেশ নির্ভরযোগ্য ব্যাটসম্যান। গাব্বা টেস্ট হোক বা ওভাল- শার্দূল ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। এমনিতে হার্দিকের স্ট্রাইক রেট অন্যতম সেরা- ১৪৫। তবে সাম্প্রতিক ম্যাচে ব্যাটসম্যান হিসাবেও একদম ব্যর্থ তিনি। ১২ আইপিএল ম্যাচে হার্দিক করেছেন মাত্র ১২২ রান।
অনুশীলনে তাই শার্দূল ঠাকুরকে রীতিমতো তৈরি রাখা হচ্ছে। অনেকক্ষণ ব্যাট করানো হচ্ছে সিএসকের জার্সিতে সদ্য আইপিএল জেতা তারকাকে। রবিবার ম্যাচ-ই যে ভারতের কাছে কোয়ার্টার ফাইনাল। হারলেই কার্যত বিদায়!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন