রবিবারের ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। ভারত যেমন বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নিজেদের ট্র্যাকরেকর্ড ধরে রাখতে মরিয়া থাকবে, সেই ইতিহাস আবার বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। টি২০ এবং ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২ ম্যাচে মুখোমুখি হয়ে এখনও জয় পায়নি পাক ক্রিকেট দল।
তবে এবার সেই ট্র্যাডিশন বদলানোর নিয়ে নামার আগে পাকিস্তান টানা ১০ ম্যাচে জিতে সুপার-১২ পর্বে খেলতে নামছে। অপ্রতিরোধ্য সেই ফর্মে ভর করেই ভারতের মত শক্তিশালী দলকে উড়িয়ে দেবে পাকিস্তান। এমনটাই মনে করছেন মুদাসসর নজর। শেষবার ভারত ২০১৯-এ ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও ভারত শেষ হাসি হাসে। ২০০৮-এ মুম্বই বিস্ফোরণের পরে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া কেবলমাত্র আইসিসি ইভেন্টেই দুই দেশ পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে।
আরও পড়ুন: ভারত ম্যাচের দল জানাল পাকিস্তান! জোড়া চমকের কারণ খোলসা করলেন ক্যাপ্টেন বাবর
পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে জোড়া প্রস্তুতি ম্যাচে ভারত জিতেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কেএল রাহুল এবং রোহিত শর্মার ফর্ম ভরসা জুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে। পাক দলের অস্ত্র হতে চলেছে মহম্মদ হাফিজ, শোয়েব মালিকদের মত তারকাদের অভিজ্ঞতা। টপ অর্ডারে পাক দলকে ভরসা দিচ্ছে মহম্মদ রিজওয়ান, বাবর আজম এবং ফখর জামানের ফর্ম। বোলিংয়ে হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদির পেস যেকোনও দলকে বিপদে ফেলতে পারে।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ কবে?
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ২৪ অক্টোবর, রবিবার।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ কোথায় হবে?
দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে।
আরও পড়ুন: কোহলি না রোহিত, পাকিস্তানে বেশি জনপ্রিয় কে! মহারণের আগে খোলসা করলেন শোয়েব
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুযায়ী ৭.৩০-এ ম্যাচ শুরু হবে। টস হবে ৭টায়।
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ কোন চ্যানেলে দেখানো হবে?
দুই পড়শি দেশের মহারণ স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল- Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3 and Star Sports 3 HD এবং ডিডি-১ সরাসরি দেখা যাবে।
আরও পড়ুন: সৌরভদের চাপেই কি কোহলির নেতৃত্ব ত্যাগ! অবশেষে আসল ঘটনা ফাঁস মহারাজের
বিশ্বকাপের গ্রুপ-বি'তে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ কোন ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে?
ডিজনি+হটস্টার এপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ সম্প্রচার।
টি২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড:
বাবর আজম, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, মহম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ নওয়াজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ ওয়াসিম
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন