Advertisment

তালিবান নিয়ে বিস্ফোরক প্রশ্ন আফগান ক্যাপ্টেনকে! ভয় উড়িয়ে সপাটে জবাব নবিরও, দেখুন ভিডিও

বিশ্বকাপের সাংবাদিক সম্মেলনে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হলেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। সরাসরি জিজ্ঞাসা করা হল রাজনৈতিক প্রশ্ন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে খেলতে গিয়ে সরাসরি তালিবানদের নিয়ে রাজনৈতিক প্রশ্নের মুখে পড়তে হল আফগানিস্তান ক্যাপ্টেন মহম্মদ নবিকে। যা নিয়ে পাক ম্যাচের পরেই তুঙ্গে বিতর্ক। গত কয়েকমাসে বড়সড় পালাবদল ঘটেছে আফগানিস্তানে। নির্বাচিত সরকারকে হঠিয়ে বন্দুকের নলের সামনে ক্ষমতা দখল করেছে তালিবান শাসকগোষ্ঠী। পাকিস্তানের মদতেই আফগান তখতে বসেছে তালিবান।

Advertisment

তবে আফগানিস্তান রীতিমত ভাল পারফরম্যান্স করেই বিশ্বকাপে সুপার-১২ পর্বে যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে আফগানিস্তান। সেই হারের পরে সাংবাদিক সম্মেলনে অস্বস্তির মুখে পড়তে হল আফগান নেতা মহম্মদ নবিকে। সাংবাদিক সম্মেলনে ক্রিকেট বিষয়ক প্ৰশ্ন করাই দস্তুর। তবে সেখানে যে রাজনৈতিক প্রশ্ন নিয়ে হাজির হবেন জনৈক সাংবাদিক, তা আঁচ করতে পারেননি নবি।

আরও পড়ুন: বেনজির ঘটনা টিম ইন্ডিয়ায়! হার্দিককে দেশে ফেরাতে চেয়েছিলেন নির্বাচকরা, আটকান ধোনি

"আফগানিস্তান বিশ্বকাপে দারুণ খেলেছে। দুটো ম্যাচও জিতেছে। তবে দেশে ফেরার পরে কী হবে, সেই ভয় কি আপনাদের রয়েছে? আপনাকে হয়ত সরকার কৈফিয়ত করতে পারে।" এমনই ভয়ঙ্কর প্রশ্ন করে বসেন সংশ্লিষ্ট সাংবাদিক।

এখানেই না থেমে তিনি আরও জিজ্ঞাসা করেন, "নতুন রাজনৈতিক পালাবদলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও বেশ ভাল। এতে কি আফগানিস্তান উপকৃত হবে?"

এতে কড়া গলায় নবির জবাব, "এমন প্রশ্ন সরিয়ে আমরা কি ক্রিকেট নিয়ে ফোকাস করতে পারি? শুধু ক্রিকেট নিয়ে কথা বলাই ঠিক হবে। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে এসেছি। ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞাস্য থাকলে প্রশ্ন করতে পারেন!" এরপরেও সেই সাংবাদিকের দাবি ছিল, তাঁর প্ৰশ্ন নাকি ক্রিকেট সংক্রান্ত। এতে আরও একবার ক্ষুব্ধ হন নবি। শেষ পর্যন্ত মডারেটরের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন: আস্থাই নেই শার্দূলে! কিউয়ি ম্যাচে ভারতের দল গঠনে ব্যাপক বিস্ময়, কেমন হচ্ছে একাদশ

শুধু নবিই নন, এর আগে সাংবাদিকের বেয়াড়া প্রশ্নের মুখে পড়েন কোহলিও। পাক ম্যাচে হারের পরে হঠাৎ করেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, রোহিত শর্মাকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর রয়েছে কিনা। সরাসরি জবাবে কোহলি বলেন, বিতর্কের মশলা খুঁজলে তাঁকে যেন আগেভাগে জানানো হয়।

যাইহোক, সাংবাদিক সম্মেলনে নবি সমর্থকদের কাছে আর্জি জানান যেন টিকিট কিনে সমর্থকরা স্টেডিয়ামে খেলা দেখতে ঢোকেন। শুক্রবার আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচে হাজারো হাজারো বিনা টিকিটের সমর্থক স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে যায়। সেই পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় প্রশাসনকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban T20 World Cup Afghanistan
Advertisment