Advertisment

ভারত ম্যাচের দল জানাল পাকিস্তান! জোড়া চমকের কারণ খোলসা করলেন ক্যাপ্টেন বাবর

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান নিজেদের দল ঘোষণা করে দিল ২৪ ঘন্টা আগে। বাবর আজমই দলের হৃদপিন্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দুবাইয়ের মাটিতে রবিবার মহারণ। চরম উত্তেজক ম্যাচে প্ৰথমেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচের জন্যই এবার দল ঘোষণা করে দিল পাকিস্তান। ম্যাচের ২৪ ঘন্টা আগে, শনিবার।

Advertisment

২২ গজের মেগা দ্বৈরথে পাকিস্তান ভরসা রেখেছে দলের তরুণ এবং উঠতি তারকাদের ওপরেই। বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাক দল। সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে যেমন মরিয়া ভারতীয় দল। তেমনই পাকিস্তান বিশ্বকাপের সেই কুখ্যাত ট্র্যাডিশন ভাঙতে মরিয়া।

আরও পড়ুন: কোহলি না রোহিত, পাকিস্তানে বেশি জনপ্রিয় কে! মহারণের আগে খোলসা করলেন শোয়েব

১২ জনের স্কোয়াডে ক্যাপ্টেন বাবর আজম যেমন বর্ষীয়ান তারকা শোয়েব মালিকের ওপর ভরসা রেখেছেন, তেমন স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। রবিবার ম্যাচের ঠিক আগে চূড়ান্ত একাদশ জানিয়ে দেবে পাক দল।

সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, "সরফরাজ স্পিন বলে বেশ দক্ষ। ভারতের বিরুদ্ধে নামার বিষয়ে ওঁর আত্মবিশ্বাসও ভাল রকম রয়েছে। একইভাবে শোয়েব মালিকও দারুণ স্পিন খেলে। সেই কারণেই দুজনকে ১২ জনের দলে জায়গা দেওয়া হয়েছে।"

শেষবার আইসিসি টুর্নামেন্টে সরফরাজ আহমেদের পাকিস্তান দলই ভারতকে হারিয়েছিল। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেই সরফরাজ চূড়ান্ত একাদশে জায়গা পান কিনা, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন: রোনাল্ডোর Man U-র সঙ্গে জুটিতে IPL দল দীপিকা-রণবীরের! বিরাট খবরে উত্তাল ক্রিকেট

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড বরাবর খারাপ। গত কয়েক বছরে ভারতের কাছে টি২০ এবং ওয়ানডে মিলিয়ে মোট ১২টিতেই হেরেছে পাকিস্তান। সেই রেকর্ডের বিষয়ে বলতে গিয়ে বাবর আজম বলেছেন, "একদম সহজ সরল ভাবে ভারতের মোকাবিলা করতে চাইছি আমরা। খুব বেশি অতীতের দিকে তাকাচ্ছি না। ভারত এবং আগামী কয়েকটা ম্যাচের বিষয়ে আমরা তুমুল আশাবাদী। আমাদের প্রধান শক্তি হল ব্যাটিং। গত কয়েকমাসে যেভাবে আমাদের ব্যাটসম্যানরা পারফর্ম করে চলেছে, সেই ভাবেই ভারতের বিরুদ্ধে আমরা খেলা চালিয়ে যেতে চাই।"

আইসিসির ইভেন্ট বাদে দুই দল কখনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না। শেষবার ভারত ২০১৯-এ ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল।

পাকিস্তানের ১২ জনের স্কোয়াড:

বাবর আজম, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, মহম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

T20 World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket
Advertisment