বিশ্বকাপে টানা দু ম্যাচে বাইরে বসতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। আর দু-ম্যাচেই ভারত শোচনীয়ভাবে হার হজম করেছে। এর পরেই দিলীপ বেঙ্গসরকার বিস্ফোরক ভঙ্গিতে জানিয়ে দিলেন, বারবার কেন বাদ দেওয়া হচ্ছে অশ্বিনকে, প্রয়োজনে তা তদন্ত করে দেখা হোক।
চার বছর পর অশ্বিনকে সীমিত ওভারের দলে ফেরানো হয়েছিল বিশ্বকাপে। তবে স্কোয়াডে রাখা হলেও অভিজ্ঞ স্পিনারের বদলে ক্যাপ্টেন কোহলি দল সাজিয়েছেন বরুণ চক্রবর্তীকে ধরে। তবে শেষমেশ আফগানিস্তান ম্যাচে বরুণকে বাইরে বসিয়ে অশ্বিনকে কার্যত দলে নিতে বাধ্য হয়েছেন কোহলি।
আরও পড়ুন: কোহলির আপত্তি উড়িয়ে অবশেষে একাদশে অশ্বিন! আফগান ম্যাচে জোড়া বদল ভারতের
সংবাদসংস্থাকে দিলীপ বেঙ্গসরকার সাফ জানিয়েছেন, "অশ্বিনকে কেন দীর্ঘ সময় বাইরে রাখা হল? এটা রীতিমত তদন্তের দাবি রাখে। যে কোনও ফরম্যাটে ও দেশের সেরা স্পিনার। ৬০০-র বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে।"
এখানেই না থেমে প্রাক্তন নির্বাচক প্রধান আরও জুড়ে দিয়েছেন, "ও দলের সবথেকে সিনিয়র স্পিনার। আর ওঁকেই কিনা বারবার বাদ পড়তে হচ্ছে। ইংল্যান্ড টেস্ট সিরিজেও একটাও ম্যাচে ওঁকে নামানো হয়নি। এটাই তো আমার বোধগম্য হচ্ছে না। তাহলে কেন ওঁকে স্কোয়াডে রাখা হচ্ছে। এটা এখনও আমার কাছে রহস্য।"
আরও পড়ুন: গোটা ভারত স্কটল্যান্ডের পাশে! বোলারকে তাতাতে কোহলিদের টানলেন কিপার, দেখুন ভিডিও
বিশ্বকাপে ভারতের দুর্বল পারফরম্যান্সের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেঙ্গসরকার বলছেন, দলের শরীরী ভাষাই ফারাক গড়ে দিচ্ছে। "গোটা দলকে ফ্যাকাশে মনে হচ্ছে। ক্রিকেটারদেরও চরম ক্লান্ত লাগছে। এটা বায়ো বাবল ক্লান্তি নাকি অন্য কিছু, সেটা জানি না। দীর্ঘদিন জাতীয় দলের ক্রিকেটারদের এমন দুর্বল শরীরী ভাষা দেখিনি। ব্যাটিং হোক বা বোলিং ভীষণই হতশ্রী পারফর্ম করে চলেছে ভারত। টি২০ ফরম্যাটে সবসময়েই প্রাণবন্ত থাকতে হবে। এটাই নিয়ম।" বলে দিয়েছেন মুম্বইকর।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে এই প্ৰথম আন্তর্জাতিক ক্রিকেটে ফের দেখা যাবে অশ্বিনকে।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারত বুধবার মরণ বাঁচন ম্যাচে নেমেছে। বাকি তিন ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি ভারতকে গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের ওপরেও নির্ভর করে থাকতে হবে সেমিতে ওঠার জন্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন