ডেভিড ওয়ার্নারকে টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে রবিবার। তবে আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন শোয়েব আখতার। দুবাইয়ে রবিবার খেলা দেখতে হাজির ছিলেন শোয়েব। তবে ওয়ার্নারকে টুর্নামেন্টের সেরা বেছে নেওয়ায় মোটেই খুশি নন পাক স্পিডস্টার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ওয়ার্নার ৭ ইনিংসে ৪৮.১৬ গড়ে ২৮৯ রান করেছেন। তিনটে হাফসেঞ্চুরিও হাকিয়েছেন তিনি। শেষ তিন ম্যাচে অজি সুপারস্টার করেছেন যথাক্রমে ৮৯ (নটআউট), ৪৯ এবং ৫৩। ওয়ার্নারের তৃতীয় হাফসেঞ্চুরি এসেছে মোক্ষম সময়ে। ১৭৩ রান তাড়া করতে নেমে ওয়ার্নার শুরু থেকেই ঝড় তুলে দেন। হাফসেঞ্চুরির পরে বোল্টের বলে আউট হয়ে গেলেও দলকে ততক্ষণে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন।
আরও পড়ুন: লজ্জার একশেষ! বিশ্বকাপের সেরা একাদশে নেই কোনও ভারতীয়
এমন কীর্তির পরেও ওয়ার্নারের ম্যান অফ দ্যা সিরিজ হওয়া মানতে পারছেন না শোয়েব। জানিয়ে দিয়েছেন, ওয়ার্নার নয়, বাবর আজম এই পুরস্কারের দাবিদার ছিলেন। রবিবার রাতেই শোয়েব টুইটারে লিখে দেন, "বাবর আজম টুর্নামেন্টের সেরা হওয়ার প্রত্যাশায় ছিলাম। সঠিক বিচার হল না।"
কোনও সন্দেহ নেই বাবর আজম পাকিস্তানের জার্সিতে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন। ৬ ইনিংসে পাক তারকা ৬০ গড়ে ৩০৩ করেছেন। বিশ্বকাপের শুরুই করেছিলেন ভারতের বিরুদ্ধে দুরন্ত ৬৮ রান হাঁকিয়ে। তারপরে টানা তিনটে হাফসেঞ্চুরি হাঁকান আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। বিশ্বকাপ চলাকালীন বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি ক্রমতালিকায় টি২০-র শীর্ষস্থানীয় ব্যাটসম্যানও হয়েছেন বাবর। ৮৭৩ পয়েন্ট অর্জন করে।
বাবরের সঙ্গেই দুরন্ত ফর্মে ছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। দুজনে একের পর এক গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন টুর্নামেন্ট জুড়ে। দুজনে মিলে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান করেছেন (৯৫৭)। দুজনের টি২০ পার্টনারশিপে রেকর্ডসংখ্যক হাফসেঞ্চুরি (৮টি) জুটিও দেখেছে ক্রিকেট বিশ্ব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন