Advertisment

বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দল, আগাম ভবিষ্যৎবাণী করলেন সৌরভ

দুবাইয়ে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দুই পড়শি দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগে ফেভারিট বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ক্রিকেটে নিউজিল্যান্ডের সময় চলছে। কিউয়িরাই কুড়ি কুড়ির বিশ্বযুদ্ধে জয়ী হবে। রবিবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে এমনই বড়সড় ভবিষ্যৎবাণী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার জিতলেই বেনজির কীর্তি গড়বে নিউজিল্যান্ড।

Advertisment

চলতি বছরেই টেস্টের সেরার মুকুট পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সাউদাম্পটনে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথমবারেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে একই বছরে টেস্ট এবং টি২০-র দ্বিমুকুট জেতার বিরাট নজির গড়বেন কিউয়িরা।

আরও পড়ুন: সানরাইজার্স ছাড়ছেন লক্ষ্মণ! বড়সড় পদে বন্ধুকে বসাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ

শারজায় আন্তর্জাতিক বইমেলায় সৌরভ বলে দিয়েছেন, "বিশ্বক্রীড়ায় আপাতত নিউজিল্যান্ডের সময় চলছে। অস্ট্রেলিয়া বরাবর ভারত দল। ক্রিকেটে পরাশক্তি হলেও অস্ট্রেলিয়া ক্রিকেট সাম্প্রতিককালে অবশ্য কঠিন সময় কাটিয়েছে।"

এর সঙ্গে মহারাজের সংযোজন, "টিভিতে আমরা যা দেখি, তার থেকে নিউজিল্যান্ড অনেক বেশি সাহসী। কয়েক মাস আগেই ওঁরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ছোট দেশ হলেও ওঁদের মানসিকতা ইস্পাতের মত শক্ত। আমার মনে হচ্ছে, নিউজিল্যান্ডের সময় আসতে চলেছে রবিবার।"

আরও পড়ুন: ছেলের ফোনেই নাকি ভারতের কোচ দ্রাবিড়! বড় ঘটনা খোলসা করলেন স্বয়ং সৌরভ

টি২০ ওয়ার্ল্ড কাপে ভারতের বিপর্যয় ঘটলেও বোর্ড সভাপতি অবশ্য আশাবাদী, ভারত দারুণভাবে কামব্যাক করবে। "ভারতকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে উঠেছিল। তবে ভারতের খারাপ ফলাফল বেশিরভাগ সমর্থক মেনে নিয়েছে, এটা দেখে ভাল লাগছে। সমর্থকরা হতাশ হয়েছে, তবে কেউই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়নি। দিনের শেষে মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, কোহলিরাও তো মানুষ!" জানিয়েছেন মহারাজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Sourav Ganguly New Zealand T20 World Cup
Advertisment