scorecardresearch

কোহলির টিম ইন্ডিয়া ভাগাভাগি দুই শিবিরে! বিস্ফোরক ইঙ্গিতে ঝড় তুললেন শোয়েব, দেখুন ভিডিও

ভারতীয় দলে নাকি দুটো ক্যাম্প হয়ে গিয়েছে। এমনটাই মনে করছেন শোয়েব আখতার। সরাসরি বিতর্ক উস্কে দিলেন তারকা।

কোহলির টিম ইন্ডিয়া ভাগাভাগি দুই শিবিরে! বিস্ফোরক ইঙ্গিতে ঝড় তুললেন শোয়েব, দেখুন ভিডিও

ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্ব চরমে। টিমেই নাকি দুটো শিবিরে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন এবার শোয়েব আখতার। পাকিস্তানের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে ভারতের হারে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব সরাসরি বলে দিয়েছেন, ভারতীয় দলে দুটো ক্যাম্প হয়ে গিয়েছে। এর মধ্যে একটা শিবির আবার কোহলির বিরোধী। শোয়েবের বক্তব্য, কোহলি প্রথম দুই ম্যাচে নেতা হিসেবে বেশ কিছু ভুল করলেও অধিনায়ক হিসেবে সকলের সম্মান পাওয়ার যোগ্য ও।

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই বাদ পড়ছেন এই দুই তারকা! কারা ঢুকবেন, সেই তালিকাও চূড়ান্ত

“আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতীয় দলে দুটো গ্রুপ হয়ে গিয়েছে। এদের মধ্যে এক পক্ষ কোহলির দিকে, অন্য শিবির আবার ওঁর বিরোধী। ভারতীয় দল যে বিভক্ত, তা জলের মত স্পষ্ট দেখাচ্ছে। হঠাৎ কেন এমন ঘটছে, বুঝতে পারছি না। হয়ত নেতা হিসেবে কোহলির এটাই শেষ টি২০ বিশ্বকাপ বলে। হয়ত অধিনায়ক হিসেবে ও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্যি। তবে ও সকলের শ্রদ্ধা পাওয়ার যোগ্য। কারণ ও একজন বড় মাপের ক্রিকেটার।” বলেছেন আখতার।

পরপর দুটো রবিবার ভারত বিধ্বস্ত হয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউয়িদের বিপক্ষে ব্যাট হাতে ভারত মাত্র ১১১ তুলেছিল। সেই রান তাড়া করে নিউজিল্যান্ড ১৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আপাতত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ওয়ানডে নেতৃত্বও হারাচ্ছেন কোহলি! বিশ্বকাপের ব্যর্থতায় বড়সড় সিদ্ধান্তের পথে সৌরভরা

নিউজিল্যান্ড ম্যাচে ভারতের শরীরী ভাষার কড়া সমালোচনা করেছেন শোয়েব। তারকার বক্তব্য, টস হারার পরেই মনে হচ্ছিল ভারতীয় শিবির ম্যাচে হেরে বসেছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সাফ বলে দিয়েছেন, “ওদের শরীরী ভাষা একদম খারাপ ছিল। সেই জন্য ওদের সমালোচনা জরুরি। টসে হারার পরেই প্রত্যেকের চোয়াল ঝুলে গিয়েছিল। ওঁদেরকে বলা উচিত ছিল, স্রেফ একটা টস হেরেছ, গোটা ম্যাচ এখনও হাতে রয়েছে। মাঠে ওঁদের দেখে মনেই হচ্ছিল না কোনও গেমপ্ল্যান রয়েছে।”

বুধবার ভারত গ্রুপের তৃতীয় ম্যাচে নামছে আফগানিস্তানের বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: T20 world cup 2021 team india may have camps within says shoaib akhtar virat kohli