মেগা দ্বৈরথের উত্তাপ আকাশ ছুঁয়েছে। আর ৪৮ ঘন্টা পরেই বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান। বিশ্বকাপের অন্যতম ব্লকবাস্টার থ্রিলার। তবে এই মহারণে নামার আগে ক্যাপ্টেন কোহলির চিন্তার অন্ত নেই। টিম ইন্ডিয়ার সকলেই ফর্মে রয়েছেন। এটাই দল গঠনে মাথা ব্যাথা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।
কাকে বাইরে রেখে, কাকে খেলানো হবে, তা নিয়ে ভেবে কূল পাচ্ছেন না কোহলিরা।ভারতকে প্রথমবারের মত বিশ্বকাপের ময়দানে হারাতে বদ্ধপরিকর বাবর আজমের পাকিস্তান। অন্যদিকে, কোহলিদের লক্ষ্য বিশ্বকাপে নিজেদের ট্র্যাকরেকর্ড ধরে রাখা। তবে ম্যাচে নামার আগে টিম ইন্ডিয়া সঠিক কম্বিনেশন সাজাতে ব্যস্ত।
কোহলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। তিনি তিনে আসবেন। তবে দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষানকে প্রথম একাদশের বাইরে রাখা কার্যত অসম্ভব। সেই কারণে ঈশান কিষানকে চার এবং সূর্যকুমার যাদবকে পাঁচে নামাতে পারেন কোহলিরা।
আরও পড়ুন: বল না করেই ম্যাক্সওয়েলকে আউট করলেন কোহলি! কীভাবে, দেখুন দুর্ধর্ষ ভিডিও
ঘটনা হল, ঈশান কিষান খেললে বাইরে বসানো হতে পারে ঋষভ পন্থকে। সেক্ষেত্রে উইকেটকিপার ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতে পারেন ঈশান কিষান। তবে পন্থকে বাইরে রাখার কাজ মোটেই সহজ হবে না।
দুই সিমার অলরাউন্ডার হতে পারেন হার্দিক পান্ডিয়া এবং শার্দূল ঠাকুর। রবীন্দ্র জাদেজা স্পিনার-অলরাউন্ডার হিসাবে প্ৰথম একাদশে থাকছেনই। হার্দিকের বোলিং করা নিয়ে সংশয় থাকলেও ব্যাট হাতে বিগ হিটার হার্দিককে দল চাইছে। স্রেফ ব্যাটসম্যান হিসাবেই ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন বরোদার অলরাউন্ডার। সেই হিসাব মাথায় রেখেই হার্দিককে সম্ভবত রাখা হবে প্রথম একাদশে।
স্পেশ্যালিস্ট স্পিনার কোটায় ঠাঁই হতে পারে বরুণ চক্রবর্তীর। হাঁটুর চোটে বেশ কিছুদিন ধরেই ভুগছেন বরুণ চক্রবর্তী। সেই চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসাবে দলে জায়গা পাওয়ার বিষয়ে ফেভারিট কেকেআর তারকা। সেক্ষেত্রে ডাগ আউটে বসতে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। বরুণ ফিট না হলে অশ্বিনই অটোমেটিক চয়েস। না হলে প্রস্তুতি ম্যাচে দুরন্ত বোলিং করা সত্ত্বেও জায়গা হারাতে পারেন তামিল স্পিনার।
দুই পেসার হিসাবে সম্ভবত থাকছেন জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। ভুবনেশ্বর কুমারকে বাইরে রাখা হবে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঈশান কিষান/ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী/রবিচন্দ্রন অশ্বিন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন