Advertisment

বিশ্বকাপে সব ম্যাচে টিমে নয় বরুণ! কেকেআর তারকাকে নিয়ে বড় স্ট্র্যাটেজি ফাঁস

হাঁটুর চোটে কাবু বরুণ চক্রবর্তী। গোটা আইপিএলেই হাঁটুর চোট ভুগিয়েছে কেকেআরের তারকা স্পিনারকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের মত বড়বড় নাম ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। রয়েছেন রাহুল চাহারের মত উঠতি প্রতিভাবান তারকাও। তবে টি২০ বিশ্বকাপে ভারতের একনম্বর স্পিন অস্ত্র ধরা হচ্ছে বরুণ চক্রবর্তীকে। গত এক বছরে উল্কার গতিতে ভারতীয় ক্রিকেটে উত্থান ঘটেছে নাইট রাইডার্সের স্পিনারের। তবে হাঁটুর চোটে বেশ ব্যতিব্যস্ত তিনি।

Advertisment

ইনসাইড স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরুণ চক্রবর্তীকে ভারতের সব ম্যাচে খেলানো হবে না। টানা ম্যাচ খেললে হাঁটুর কন্ডিশন আরও খারাপ হতে পারে। সেই পরিস্থিতিট কথা ভেবেই বিশ্রাম দিয়ে তারকা স্পিনারকে বেছে বেছে ম্যাচ খেলানো হবে। একমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচেই বরুণকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।

আরও পড়ুন: সৌরভদের চাপেই কি কোহলির নেতৃত্ব ত্যাগ! অবশেষে আসল ঘটনা ফাঁস মহারাজের

বোর্ডের এক কর্তা ইনসাইড স্পোর্টস-কে বলেছেন, "বরুণ চক্রবর্তী একজন ম্যাচ উইনার সেই বিষয়ে কোনও সন্দেহই নেই। টিম ম্যানেজমেন্ট ভাল করেই জানে কীভাবে টি২০ ওয়ার্ল্ড কাপের মত বড় টুর্নামেন্টে ওঁর চার ওভার ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। মেডিক্যাল দল সবসময় ওঁর সঙ্গে রয়েছে। তবে ওঁকে খুব সন্তর্পণে ব্যবহার করা হবে। বরুণের মত ট্রাম্প কার্ডকে সেভাবেই গোটা টুর্নামেন্টে মোক্ষম পরিস্থিতিতে ব্যবহার করবে বিরাট কোহলি এবং টিম ম্যানেজমেন্ট।"

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলেও বরুণকে ভালমত ভুগিয়েছিল হাঁটু। ২৯ বছরের স্পিন জাদুগর পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও কেকেআর তারকাকে দলে রাখতে দ্বিধা করেননি নির্বাচকরা।

আরও পড়ুন: সৌরভকে রাগিয়ে চরম শিক্ষা দেন শেওয়াগ! তারকার জন্মদিনে ফাঁস করলেন মহারাজ স্বয়ং

বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, "বরুণের হাঁটু এখনও একশো শতাংশ ফিট নেই। তাই কম গুরুত্বপূর্ণ ম্যাচে ওঁকে প্রথম একাদশে রাখা হবে না। পরিস্থিতির দাবি অনুযায়ী গোটা টুর্নামেন্টে বরুণ চক্রবর্তীকে দেখা যাবে।" আইপিএল শেষের পরেই বোর্ডের মেডিক্যাল টিম যুদ্ধকালীন তৎপরতায় বরুণ চক্রবর্তীকে ফিট তোলার কাজ চালিয়ে গিয়েছে। দুটো প্রস্তুতি ম্যাচের কেবলমাত্র একটিতে দেখা গিয়েছিল তারকা স্পিনারকে। তাও আবার মাত্র ২ ওভার হাত ঘুরিয়েছিলেন তিনি।

জাদেজা, অশ্বিন, চাহারের মত স্পিনাররা থাকায় বরুণ চক্রবর্তীকে সমস্ত ম্যাচ খেলানোর প্রয়োজনীয়তাও নেই। একমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচে বরুণের মত অস্ত্র কোহলির তুরুপের তাস হয়ে উঠতে পারেন।

বোর্ড কর্তার বক্তব্য, "মাস্ট উইন ম্যাচ অথবা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে বরুণ চক্রবর্তীকে জাদু ছড়াতে দেখা যাবে। আর ফল ভাল পজিশনে থাকলে বরুণ চক্রবর্তী অনেকটাই বিশ্রামে থাকতে পারে। তবে কোন ম্যাচে বরুণকে ব্যবহার করা হবে সেই বিষয়ে রোহিত, কোহলিকে গাইড করার জন্য শাস্ত্রী, ধোনিরা তো রয়েইছেন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team T20 World Cup
Advertisment