শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। তারপরেই বড়সড় ঘোষণা করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। আইপিএলে সিএসকেতে খেলা সুপারস্টার জানিয়ে দিলেন, টি২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সপ্তাহান্তে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের শেষ ম্যাচে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেই শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যাবে তারকা অলরাউন্ডারকে।
শ্রীলঙ্কা ম্যাচে নামার আগে পর্যন্ত সেমিফাইনালে পৌঁছনোর আশা বেঁচে ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে লঙ্কানদের কাছে হেরে যাওয়ার সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে। ম্যাচের পরে ব্র্যাভো জানিয়ে দেন, "অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে। দারুণ একটা কেরিয়ার কাটালাম। ওঠা-নামা দুইই ছিল। তবে পিছনের দিকে তাকালে এতদিন ধরে ক্যারিবীয় অঞ্চলকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার জন্য ভালই লাগে।"
আরও পড়ুন: বিরাট না রোহিত- নেতা হিসেবে কাকে চাইছেন! কোচ হওয়ার পরই প্রকাশ্যে দ্রাবিড়ের পছন্দ
২০০৬-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটান। এর পরে ৯০ টি২০-তে ২২.২৩ গড় এবং ১১৫.৩৮ স্ট্রাইক রেটে ১২৪৫ রান করেছেন। ডেথ ওভার স্পেশ্যালিস্ট ছিলেন। ৭৮ উইকেটও নিয়েছেন জাতীয় দলের হয়ে। ২০১২ এবং ২০১৬ সালে দুবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেছেন।
চলতি বিশ্বকাপে অবশ্য একদমই ফর্মে পাওয়া যায়নি তারকাকে। চারটে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৬ রান করেছেন। উইকেটসংখ্যা মাত্র দুটি। এমন শোচনীয় ফলাফলের পরে ব্র্যাভো জানিয়েছেন, "এমন বিশ্বকাপ আমরা আশা করিনি। তবে আমরা ক্রিকেটার হিসেবে এই ফলাফলে মোটেই দুঃখিত নই। ভীষণ প্রতিদ্বন্দিতা পূর্ণ টুর্নামেন্ট হচ্ছে। আমাদের মাথা উঁচুতেই থাকবে।" গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র জয় বাংলাদেশের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড- তিন ম্যাচেই পরাস্ত হয়েছে তারকা খচিত দল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন