t20 World Cup live streaming details: একদম বিনামূল্যে টি২০ বিশ্বকাপ ভারতে বসেই দেখা যাবে। কারণ, আইসিসি (ICC) পুরুষ টি২০ (T20) বিশ্বকাপ ২০২৪ (2024), ভারতে ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মোবাইল অ্যাপে বিনামূল্যে লাইভ-স্ট্রিম করা হবে। আগামী ২ জুন, এই প্রতিযোগিতা শুরু হবে। এবার টি২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা।
বুধবার, ডিজনি+হটস্টার তাদের এই বিনামূল্যে টি২০ বিশ্বকাপের লাইভ স্ট্রিম করার কথা ঘোষণা করেছে। গত বছর হয়ে যাওয়া একদিনের বিশ্বকাপ ক্রিকেট এবং এশিয়া কাপও এভাবেই বিনামূল্যে লাইভ স্ট্রিম করেছিল ডিজনি+হটস্টার। তাতে দেখা যায় যে রেকর্ড সংখ্যক দর্শক ওই অ্যাপে চোখ রেখেছিলেন। এবারও তেমনটাই হবে বলেই অ্যাপটির ধারণা। এবারের টি২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হওয়ায়, দর্শক সংখ্যা নিয়ে চিন্তায় আইসিসি। তেমনই ক্রিকেটপ্রেমী ভারতীয় উপমহাদেশের দর্শকরাও সরাসরি ম্যাচ দেখতে পাওয়া নিয়ে চিন্তায় ছিলেন। সেই চিন্তাই এবার দূর হল অ্যাপ সংস্থাটির ঘোষণায়।
এবারের টি২০ বিশ্বকাপে ২০টি দল খেলবে। ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি জায়গায় আর, আমেরিকার তিনটি জায়গায়। বর্তমানে ভারতে আইপিএল চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলছেন। আইপিএল নিয়ে ভারতই শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের উৎসাহের অন্ত নেই। আর, আইপিএল শেষের পরই শুরু হবে টি২০ বিশ্বকাপ। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। তবে, এমাসের ২৫ তারিখ পর্যন্ত রদবদলের সুযোগ দিয়েছে আইসিসি। হলেও, সেই রদবদল মোটেও বড় আকারে হবে না, এটা একপ্রকার নিশ্চিত।
টি২০ বিশ্বকাপে ভারত তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ৯ জুন। এই ম্যাচ দেখার জন্য উপমহাদেশের দর্শকরা মুখিয়ে থাকবেন। সেকথা মাথায় রেখে, ডিজনি+ হটস্টার ইন্ডিয়ার প্রধান সজিথ শিবানন্দন বলেছেন, 'মোবাইলে বিনামূল্যে আমরা আইসিসি টি২০ ক্রিকেট বিশ্বকাপ দেখাব। যতসম্ভব বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছনোটাই আমাদের লক্ষ্য। গত বছরের এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আমরা মোবাইলে বিনামূল্যে দেখিয়েছিলাম। সেই সময়ও আমাদের দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।'
আরও পড়ুন- পুরোনো ছবি দিয়েই চালানো হল নতুন DRS! IPL-এর কেলেঙ্কারি ধরা পড়ল আবার, দেখুন বিস্ফোরক ভিডিও
শিবানন্দনের একথা বলার কারণ, একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখেছিলেন ৫.৯ কোটি দর্শক। টি২০ বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ হবে। ২ জুন প্রথম ম্যাচ হবে আমেরিকা আর কানাডার মধ্যে। সময়, সকাল ৬টা।