অবশেষে রবিচন্দ্রন অশ্বিনের জায়গা হল প্রথম একাদশে। বরুণ চক্রবর্তীর হালকা ইনজুরির কারণে বাইরে রাখতে বাধ্য হল টিম ইন্ডিয়া। তাঁর পরিবর্তে দলে ঢুকলেন অশ্বিন। সেই সঙ্গে আগের ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাওয়া ঈশান কিষানকে বাইরে রাখা হল। সুর্যকুমার যাদব ফিট হওয়ায় দলে ঢুকলেন।
ঘটনা হল, এত সত্ত্বেও টস ভাগ্য কোহলির সঙ্গ দিল আফগানিস্তান ম্যাচেও। বুধবারও যথারীতি টসে হারলেন। এবং প্ৰথমে ব্যাট করতে হবে ভারতকে।
আরও পড়ুন: গোটা ভারত স্কটল্যান্ডের পাশে! বোলারকে তাতাতে কোহলিদের টানলেন কিপার, দেখুন ভিডিও
প্রথম দুই ম্যাচে কুৎসিত পারফর্ম করায় হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে আফগান ম্যাচে ভারত দল সাজায় কিনা, তা নিয়ে আগ্রহ ছিল। তবে বুধবারও বরোদার অলরাউন্ডারকে রাখা হল।
সূর্যকুমার যাদব মিডল অর্ডারে নিজের ব্যাটিং পজিশনে ফিরে আসায় যথারীতি ওপেন করতে নামবেন রোহিত শর্মা-কেএল রাহুল। সূর্যকুমারের অনুপস্থিতিতে ঈশান কিষানকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করিয়ে ফাটকা খেলে ভারত। তবে সেই কম্বিনেশন শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।
তারপরে ব্যাটিং অর্ডার নিয়ে অহেতুক পরীক্ষা নিরীক্ষা চালানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারত। তারপরে পুরোনো কম্বিনেশনে ফেরত গেল ভারত।
দ্বিতীয়ার্ধে ব্যাপক শিশিরের উৎপাত শুরু হবে। সেই কারণে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল আফগানিস্তান। এমনটাই জানালেন অধিনায়ক মহম্মদ নবি। আফগান একাদশে এদিন খেলছেন না তারকা মুজিব উর রহমান।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন