রবিবার মেগা দ্বৈরথে আফগানিস্তান মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই মহারণের নজর রাখছে গোটা ভারত। কারণ এর কিছুই নয়, আফগানিস্তান জিতলেই একমাত্র ভারতের শেষ চারের দরজা চিংচিং ফাঁক হবে।
টানা দুই ম্যাচ হারের পরে ভারত শেষ চারে ওঠার বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে। বাকি ম্যাচের ফলাফলের ওপরে নির্ভর করতে হচ্ছে ভারতকে।
দুই ম্যাচে হারের পরে আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে দুরমুশ করে নেট রানরেট উন্নীত করেছে ভারত। আফগানিস্তান এবং নিউজিল্যান্ড দুই দলের থেকেই ভারত নেট রানরেট আপাতত এগিয়ে অনেকটাই। তা স্বত্ত্বেও আফগানদের কাছে নিউজিল্যান্ড না হারলে ভারতের সমস্ত সমীকরণ বৃথা হয়ে যাবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোয়ালিফায়ার খেলতে হবে না! সব ম্যাচ হেরেও স্বস্তি বাংলাদেশের
প্রথম গ্রুপ থেকে শেষ চারে পৌঁছনো নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দ্বিতীয় গ্রুপ থেকে সেমিতে পৌঁছে গিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠার লড়াইয়ে রয়েছে তিন দল- নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তান। এদের মধ্যে শেষ চারে পৌঁছনোর জন্য ফেভারিট নিউজিল্যান্ড। রবিবার আফগানিস্তানকে হারালেই ৮ পয়েন্ট নিয়ে সরাসরি পরের পর্বে পৌঁছে যাবে কিউয়িরা।
তবে আফগানিস্তান যদি অঘটন ঘটিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে ৮ পয়েন্টে পৌঁছনো থেকে উইলিয়ামসনদের বিরত রাখতে পারে, এবং তারপরে ভারত যদি সোমবার নামিবিয়া ম্যাচে বড়সড় ব্যবধানে জেতে, তাহলেই ভারতের কেল্লাফতে।
অন্যদিকে, আফগানিস্তান যদি কিউয়িদের বড়সড় ব্যবধানে হারাতে পারে তাহলে আবার নেট রানরেটে ভারতকে টপকে সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে আফগানিস্তানের কাছেও।
এমন আবহে তাই গোটা দেশ আফগানিস্তানের জয়ের প্রার্থনায় মগ্ন। সোশ্যাল মিডিয়ায় চলছে আফগানিস্তানকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মিমের বন্যাও বইছে। রশিদ খান, মহম্মদ নবিরা কি অঘটন ঘটিয়ে ভারতের মুখে হাসি ফোটাতে পারবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন