Mongolia vs Singapore, T20 World Cup Asia Qualifier: সিঙ্গাপুর বনাম মঙ্গোলিয়ার ম্যাচ ছিল টি২০ বিশ্বকাপের এশিয়া কাপ জোনের কোয়ালিফায়ারের। সেই ম্যাচেই রেকর্ডের বন্যা বইল। বৃহস্পতিবার মালয়েশিয়ার বাঙ্গিতে কোয়ালিফায়ারের এই ম্যাচেই প্ৰথমে ব্যাট করতে নেমেছিল মঙ্গোলিয়া।
তবে কোনওরকমে ১০ ওভার ব্যাট করে ১০ রান স্কোরবোর্ডে জমা করার ফাঁকেই আউট হয়ে যান ১০ ব্যাটার। ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের বোলার হর্ষ ভরদ্বাজ একাই শেষ করে দেন সিঙ্গাপুরকে। ৪ ওভারের কোটায় মাত্র ৩ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন হর্ষ। অক্ষয় পুরি (৪ রানের বিনিময়ে ২ উইকেট) এবং রাহুল শেষাদ্রি (১ রানের বিনিময়ে ১ উইকেট) বল হাতে অবদান রাখেন।
Right, only one thing for it: Isle of Man vs Mongolia to settle thishttps://t.co/cjAp0uKjGy
— Andrew McGlashan (@andymcg_cricket) September 5, 2024
🇮🇲🇲🇳 pic.twitter.com/55gieHQROI
দলীয় ১০ রানের মধ্যে দুই অঙ্কের রান পাননি কোনও মংগোলিয়া ব্যাটার-ই। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান ২। দুজন করেন সর্বোচ্চ ২ রান। সিঙ্গাপুরের বোলাররা অতিরিক্ত রান দেন ২। মঙ্গোলিয়ার পাঁচজন ব্যাটারই রানের খাতা খোলার আগে আউট হয়ে যান।
আরও পড়ুন: মোদি সরকারকে কোটি কোটি টাকা দিলেন সৌরভ! সেরার সেরা তালিকায় একমাত্র বাঙালি মহারাজ-ই
এই রান চেজ করতে নেমে বেগ পাওয়ার কথা নয়। সেটা হয়ওনি। সিঙ্গাপুর এই রান চেজ করল প্ৰথম ওভারেই। পাঁচ বলে খতম হয়ে যায় ম্যাচ। সিঙ্গাপুরের দুই ওপেনারের মধ্যে উইলিয়াম সিম্পসন বাউন্ডারি হাঁকান। রাউল শর্মা ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।
Historic Low in T20I Cricket 🚨
— Berzabb (@Berzabb) September 5, 2024
Mongolia 🇲🇳 has equaled the record for the lowest total in men's T20I history, scoring just 10 runs against Singapore 🇸🇬 in the 2026 T20 World Cup qualifier.
Mongolia: 10/10 (10 overs)
Singapore: 13/1 in just 0.5 overs#mangolia pic.twitter.com/s2jiu4UlIJ
গোটা ম্যাচে মঙ্গোলিয়ার সদর্থক বিষয় ছিল একটাই। সিঙ্গাপুরের ইনিংসের প্রথম বলেই এখবত বাতকুয়েগ আউট করে দেন মনপ্রীত সিংকে। তবে এই ঘটনা ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেনি। সিম্পসন-রাউল দুজনে ১১৫ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে দেন দলকে।