Advertisment

বিশ্বকাপে রাসেলের 'হিরের হাঁস'! বাংলাদেশ ম্যাচে লজ্জার রেকর্ডে শিরোনামে তারকা, রইল ভিডিও

কায়রণ পোলার্ড নিজেকে সরিয়ে নেওয়ার পরেই ক্রিজে ব্যাট করতে নেমে আউট হয়ে যান আন্দ্রে রাসেল। কোনও বল খেলেই শূন্য করেন তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি টি২০ বিশ্বকাপে প্ৰথম ডায়মন্ড ডাক করার লজ্জা গড়লেন আন্দ্রে রাসেল। কোনও বল না খেলেই আউট হয়ে গেলেন তারকা। বাংলাদেশের বিরুদ্ধে কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলেন তারকা। ঠিক তার আগের বলেই কায়রণ পোলার্ড নিজেকে বেনজিরভাবে সরিয়ে নিয়েছিলেন ক্রিজ থেকে।

Advertisment

ব্যাটে-বলে কানেক্ট করতে না পেরে হতাশায় ক্রিজ ছেড়েছিলেন পোলার্ড। আর তার পরে সেই ১৩তম ওভারে ব্যাট করতে নেমেই রাসেল অন্য কারণে শিরোনামে উঠে এলেন।

আরও পড়ুন: আউট না হয়েও মাঠ ছাড়লেন পোলার্ড! বেনজির কারণ প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই

রস্টন চেজের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করবেন, এমনটাই আশা ছিল সমর্থকদের। তবে তাসকিন আহমেদের ওভারের চতুর্থ বলে স্ট্রেট ড্রাইভ হাঁকান চেজ। সেই বল তাসকিনের পা ছুঁয়ে নন স্ট্রাইকিং এন্ডের উইকেটে আছড়ে পড়ে।

টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে নবম ব্যাটসম্যান হিসেবে আন্দ্রে রাসেল কোনও বল না খেলেই আউট হওয়ার নজির গড়লেন। আইপিএলের খারাপ ফর্ম বিশ্বকাপেও অব্যাহত। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিরুদ্ধে রাসেলের স্কোর যথাক্রমে ০, ৩ এবং ০।

তার আগে টসে জিতে বাংলাদেশ প্ৰথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল। মেহেদি হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের আঁটোসাঁটো বোলিংয়ে ক্যারিবীয়রা শুরু থেকেই সমস্যায় পড়ে গিয়েছিল। ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। সেই অবস্থা থেকে ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন পোলার্ড এবং রস্টন চেজ। দুজনে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেও ফেলেন।

এরপরেই অদ্ভুতভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান পোলার্ড। চেজ শারজার মন্থর পিচে সাবলীলভাবে ব্যাট করলেও সমস্যায় পড়ছিলেন পোলার্ড। কোনওভাবেই ব্যাটে বলে যোগাযোগ করতে পারছিলেন না। ১৬ বলে পোলার্ড করেছিলেন মাত্র ৮ রান। অতিরিক্ত বল নষ্ট করায় শেষ পর্যন্ত নিজেকে ক্রিজ থেকে তুলে নেন।

আরও পড়ুন: নিলামের আগেই হার্দিককে ছাড়ছে মুম্বই! বিশ্বকাপের ভরা মঞ্চে বিশাল দুঃসংবাদে বিধ্বস্ত তারকা

ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৪২/৭ তুলল নিকোলাস পুরান (২২ বলে ৪০) এবং জেসন হোল্ডারের (৫ বলে ১৫) ঝোড়ো ইনিংসে ভর করে। পোলার্ড নিজেকে সরিয়ে নেওয়ার পরেই কোনও বল না খেলে আন্দ্রে রাসেল রান আউট হয়ে যান ডায়মন্ড ডাক করে। তারপরে নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাট করে দলকে বিপদ থেকে রক্ষা করে যান। সাকিবের এক ওভারে জোড়া ওভার বাউন্ডারি সহ পুরান মোট চার ছক্কা হাঁকিয়ে গেলেন।

নাটকীয় ম্যাচে পুরান এবং রস্টন চেজকে ১৯তম ওভারে পরপর দু-বলে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। ২০তম ওভারের প্রথম বলে এরপরে আউট হন ব্র্যাভো-ও। এরপরে ফের একবার প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামেন পোলার্ড। শেষ ওভারে মুস্তাফিজুরের ওভারে ছক্কাও হাঁকান ক্যারিবীয় নেতা। হোল্ডারও জোড়া ছক্কায় দলকে ১৪২ পর্যন্ত পৌঁছে দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh Andre Russell West Indies Bangladesh Cricket T20 World Cup
Advertisment