/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/Kieron-Pollard.jpeg)
বেনজির ঘটনার সাক্ষী থাকল টি২০ বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধে আউট না হয়েও মাঠ ছাড়লেন কায়রণ পোলার্ড। শেষ ওভারে আবার ব্যাট করতে নামলেন। অদ্ভুত কারণে। রস্টন চেজের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে টানছিলেন পোলার্ড। তবে হঠাৎ করেই মাঠ ছেড়ে চলে যান পোলার্ড।
ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না। ১৬ বলে ৮ রানের ইনিংসে একাধিকবার বোলারের বলে বিট হতে হচ্ছিল তাঁকে। শেষ পর্যন্ত নিজের ওপর বিরক্ত হয়েই প্যাভিলিয়নে ফিরে যান পোলার্ড।
আরও পড়ুন: টানা ব্যর্থ, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার মুখে সুপারস্টার! পাক ম্যাচের পরেই হল সিদ্ধান্ত
টসে জিতে বাংলাদেশ প্ৰথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল। মেহেদি হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের আঁটোসাঁটো বোলিংয়ে ক্যারিবীয়রা শুরু থেকেই সমস্যায় পড়ে গিয়েছিল। ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। সেই অবস্থা থেকে ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন পোলার্ড এবং রস্টন চেজ। দুজনে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেও ফেলেন।
এরপরেই অদ্ভুতভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান পোলার্ড। চেজ শারজার মন্থর পিচে সাবলীলভাবে ব্যাট করলেও সমস্যায় পড়ছিলেন পোলার্ড। কোনওভাবেই ব্যাটে বলে যোগাযোগ করতে পারছিলেন না। ১৬ বলে পোলার্ড করেছিলেন মাত্র ৮ রান। অতিরিক্ত বল নষ্ট করায় শেষ পর্যন্ত নিজেকে ক্রিজ থেকে তুলে নেন।
Given its Kieron Pollard, I wouldn't be surprised one bit if he just took the call that he is better off not wasting any more deliveries and this was a tactical call. And also the pitch couldn't have helped. Will be interesting to hear more about this. #T20WorldCup
— Vinayakk (@vinayakkm) October 29, 2021
Have we just seen the first retired by choice in t20 cricket? #kieronpollard#Cricket#WIvBAN
— Abhinav mukund (@mukundabhinav) October 29, 2021
Why Kieron Pollard was retired hurt is still second unsolved mystery. When Nawaz Sharif will comeback still remains first. #BANvWI
— Ali Raza (@AliRazaTweets) October 29, 2021
Whatever the reason maybe, Kieron Pollard's decision to walk out has immediately made this match more watchable in its aftermath. #T20WorldCup
— Vinayakk (@vinayakkm) October 29, 2021
ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৪২/৭ তুলল নিকোলাস পুরান (২২ বলে ৪০) এবং জেসন হোল্ডারের (৫ বলে ১৫) ঝোড়ো ইনিংসে ভর করে। পোলার্ড নিজেকে সরিয়ে নেওয়ার পরেই কোনও বল না খেলে আন্দ্রে রাসেল রান আউট হয়ে যান ডায়মন্ড ডাক করে। তারপরে নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাট করে দলকে বিপদ থেকে রক্ষা করে যান। সাকিবের এক ওভারে জোড়া ওভার বাউন্ডারি সহ পুরান মোট চার ছক্কা হাঁকিয়ে গেলেন।
আরও পড়ুন: নিলামের আগেই হার্দিককে ছাড়ছে মুম্বই! বিশ্বকাপের ভরা মঞ্চে বিশাল দুঃসংবাদে বিধ্বস্ত তারকা
নাটকীয় ম্যাচে পুরান এবং রস্টন চেজকে ১৯তম ওভারে পরপর দুবলে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। ২০তম ওভারের প্রথম বলে এরপরে আউট হন ব্র্যাভো-ও। এরপরে ফের একবার প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামেন পোলার্ড। শেষ ওভারে মুস্তাফিজুরের ওভারে ছক্কাও হাঁকান ক্যারিবীয় নেতা। হোল্ডারও জোড়া ছক্কায় দলকে ১৪২ পর্যন্ত পৌঁছে দেন। ইনিংসের শেষে পোলার্ড ১৮ বলে ১৪ করে অপরাজিত থাকেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন