Radha Yadav Gujarat Flood, NDRF: গুজরাটের ভয়ানক বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর, তাতে ব্যাপক সমস্যায় পড়েছেন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে মনোনীত এক মহিলা ক্রিকেটারও। নিজের করুণ পরিস্থিতি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের কাছে শেয়ার করেছেন ওই ক্রিকেটার। তাতে তিনি লিখেছেন, 'আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি।' ওই ক্রিকেটারের নাম রাধা যাদব। তাঁর ভিডিওতে দেখা গিয়েছে যে, আশপাশের এলাকা জলে ডুবে গিয়েছে। উদ্ধারকারীরা বোটে চেপে জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করতে আসছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে যে লোকজন বুকজলে নেমে হেঁটে যাচ্ছেন।
গুজরাটের এই বন্যায় অনেকে মারাও গিয়েছেন। রাধা যাদব ভারতের বামহাতি স্পিনার। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) তাঁকে উদ্ধার করেছেন। এই জন্য এনডিআরএফকে ধন্যবাদও দিয়েছেন ভারতীয় জাতীয় মহিলা দলের ক্রিকেটার। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের জলবন্দি হওয়ার খবর শেয়ার করেছিলেন। তাতে ওই মহিলা ক্রিকেটার লিখেছেন, 'আমি খুবই খারাপ পরিস্থিতিতে ছিলাম। আমাকে বাঁচানোর জন্য এনডিআরএফকে ধন্যবাদ।'
भारतीय क्रिकेटर राधा यादव गुजरात की बाढ़ में फंस गईं थी। एनडीआरएफ की मदद से सुरक्षित निकाली गईं। भारतीय क्रिकेटर ने NDRF का शुक्रिया अदा किया। (Videos: @Radhay21 Instagram Story) pic.twitter.com/Oc7wcgxbde
— Alok Srivastava (@sralok) August 29, 2024
এবছর ৩ অক্টোবর থেকে টি২০ মহিলা বিশ্বকাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে ভারতীয় দলও খেলবে। রাধা যাদব সেই দলেরই অন্যতম সদস্য। ইতিমধ্যেই দল নির্বাচন হয়ে গিয়েছে। মোট ১৫ জনের দল বাছা হয়েছে। টি২০ মহিলা বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। টি২০ মহিলা বিশ্বকাপে ভারত তার প্রথম ম্যাচ খেলবে ৪ অক্টোবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
আরও পড়ুন- রোহিত শর্মার জন্য ৫০ কোটির স্পেশ্যাল প্যাকেজ? বিস্ফোরক জল্পনায় সরাসরি মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা
ভারতীয় দলের বামহাতি স্পিনার রাধা যাদব দেশের হয়ে শেষবার এশিয়া কাপে খেলেছিলেন। সেখানে তিনি বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে তিন উইকেট নিয়েছিলেন। ভারতের হয়ে মোট ৮০টি টি২০ ম্যাচ খেলেছেন রাধা যাদব। দেশের হয়ে তিনি ৯০ উইকেট নিয়েছেন। তবে, একদিনের ম্যাচ তেমন একটা খেলার সুযোগ হয়নি এই ভারতীয় স্পিনারের। মোট চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাধা যাদব। নিয়েছেন মাত্র একটি উইকেট।